তিস্তার চরে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি ঘোষণা বিএনপির

২৫ জানুয়ারী ২০২৫, বিকাল ৭:১৪ সময়
Share Tweet Pin it
[তিস্তার চরে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি ঘোষণা বিএনপির]

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে 'জাগো বাহে তিস্তা বাঁচাই' এই শ্লোগানে কুড়িগ্রাম রাজারহাটে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে তিস্তা নদী রক্ষা আন্দোলন কুড়িগ্রাম জেলার আয়োজন সরকারী মীর ইসমাঈল হোসেন ডিগ্রী কলেজ মাঠ এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন,তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, কুড়িগ্রাম জেলার সমন্বয়ক ও জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা,সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সদস্য শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব প্রমুখ।কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, নীলফামারী এবং গাইবান্ধা জেলার কয়েক লাখ কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হয়ে হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ভারতের দাসত্ব করায় তিস্তা নদীর ন্যায্য হিৎস্যা থেকে বঞ্চিত হয়েছে। বর্তমান সরকারের কাছে তিস্তা নদীর পানির ন্যায্য হিৎস্যা এবং তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ৪৮ ঘণ্টব্যাপী তিস্তার চরে অবস্থান কর্মসূচির ঘোষণা করা হয়।