আগামী ২৪ মে বগুড়ায় 'তারুন্যের রাজনৈতিক অধিকার' প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পরশুরাম মেট্রোপলিটন থানা যুবদলের আয়োজনে গতকাল রাতে নগরীর বুড়িরহাট চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জহির আলম নয়ন। পরশুরাম মেট্রোপলিটন থানা যুবদলের আহ্বায়ক শাকিল আহমেদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজমুল ইসলামের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক ওয়াহিদ মুরাদ, দপ্তর সম্পাদক (চলতি দায়িত্ব) তারিকুল ইসলাম তারেক, সদস্য জুবায়ের হাসান রজু, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও পরশুরাম মেট্রোপলিটন থানা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুর রহিম, মহানগর যুবদলের সদস্য সুমন মিয়া, আল মেরাজ সানি, পরশুরাম মেট্রোপলিটন থানা যুবদলের যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান আকাশ, সামসুজ্জামান সুখি, বেলাল হোসেন প্রমুখ।