গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের চাপায় জোসনা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পলাশবাড়ী-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের মাঠেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত জোৎস্না বেগম পলাশবাড়ী উপজেলার পার আমলাগাছী গ্রামের বাসিন্দা ও মেহের আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, জোসনা বেগম দুপুরে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী আলিফ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই এলাকাবাসী ও র্যাবের সহায়তায় বাসটি আটক করা হয় এবং পলাশবাড়ী থানা হেফাজতে দেওয়া হয়।এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে বাসটি আটক করা হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।