বেরোবিতে ছিনতাইয়ের বিরুদ্ধে মশাল মিছিল

২৬ ফেব্রুয়ারি ২০২৫, রাত ৯:২৪ সময়
Share Tweet Pin it
[বেরোবিতে ছিনতাইয়ের বিরুদ্ধে মশাল মিছিল]

সারা দেশে ছিনতাই, ধর্ষণ, সন্ত্রাসী, চাঁদাবাজিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে মশাল মিছিল করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মশাল মিছিল শুরু হয়ে রংপুর-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে খামার মোড় ঘুরে প্রধান ফটকে এসে শেষ হয়। 

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন। রোবায়েত জিসান নামের এক শিক্ষার্থী বলেন, ‘দেশে নারীদের প্রতি সহিংসতা ও শিশু ধর্ষণের ঘটনা দিন দিন বেড়েই চলেছে।

দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি না পাওয়ায় এই অপরাধ থামছে না। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।’

আরেক শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, ‘আমরা বারবার দেখেছি, সন্ত্রাস ও নারী-শিশু নির্যাতনের ঘটনা ঘটছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে অপরাধীরা শাস্তি পাচ্ছে না। বিচারহীনতার এই সংস্কৃতি বন্ধ না হলে এ ধরনের অপরাধ আরো বাড়বে।

আমরা চাই, প্রতিটি অপরাধের দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিত করা হোক, যেন ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।’

তিনি আরো বলেন, ‘শুধু আইন প্রণয়ন করলেই হবে না, তার সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে। প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও বিচার বিভাগের সমন্বিত উদ্যোগ ছাড়া এসব অপরাধ নির্মূল করা সম্ভব নয়। আমরা আজকের এই মশাল মিছিলের মাধ্যমে জানিয়ে দিতে চাই—এখনই সময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর!