বেরোবিকে মানসম্মত প্রতিষ্ঠান হিসেবে গড়তে সহযোগিতা প্রয়োজন: উপাচার্য

১৫ এপ্রিল ২০২৫, রাত ৯:২৪ সময়
Share Tweet Pin it
[বেরোবিকে মানসম্মত প্রতিষ্ঠান হিসেবে গড়তে সহযোগিতা প্রয়োজন: উপাচার্য]

বেরোবিতে জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা সনদ ও চেক হস্তান্তর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের মাঝে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা সনদ ও চেক হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল, ২০২৫) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী ২৫ জন আহত শিক্ষার্থীর মাঝে সম্মাননা সনদ ও চেক প্রদান করেন। এ সময় তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে অবদান রেখেছেন। শিক্ষার্থীদের এই ঋণ পরিশোধ করার মতো নয়। তিনি জুলাই বিপ্লবের আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন। বেরোবির আহত শিক্ষার্থীদের চিকিৎসা সেবায় এগিয়ে আসার জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানান উপাচার্য। এছাড়াও তিনি আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করায় রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষসহ মেডিকেল বোর্ডকে ধন্যবাদ জানান।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে জুলাই ফাউন্ডেশনের ভেরিফিকেশন হেড মোঃ হারুন-অর-রশিদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, বেরোবি মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডাঃ এ. এম. শাহরিয়ার, আহত শিক্ষার্থীবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বেরোবিকে মানসম্মত প্রতিষ্ঠান হিসেবে গড়তে সহযোগিতা প্রয়োজন: উপাচার্য

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, মান সম্পন্ন গবেষণা ও একাডেমিক দিক দিয়ে ভালো ফলাফল অর্জন করতে হবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে উন্নত ও সমৃদ্ধ করতে হলে, গবেষণা ও একাডেমিক ফলাফলের ওপর জোর দিতে হবে।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল, ২০২৫) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘অফিস ম্যানেজমেন্ট’ শীর্ষক কর্মশালার দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপাচার্য আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের  যে সকল সমস্যা রয়েছে, সেগুলিকে চিহ্নিত করে সমাধানে কাজ করা হচ্ছে। তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়কে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেশে তথা বিশ্বের নিকট পরিচিত করতে হলে সকল পর্যায়ের সহযোগিতা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকান্ডকে আরো যুগোপযোগী ও গতিশীল করতে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ। এসময় তিনি অফিস ব্যবস্থাপনায় ডিজিটাল টুলসের ব্যবহার ও ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান বক্তা হিসেব অংশ নেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী। এ সময়  আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ ও ড. মোঃ আব্দুর রকিবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশ নেন।