রাণীশংকৈলে ভারতীয় রুপিসহ আটক-১

 
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

 

১৩ এপ্রিল ২০২৫, দুপুর ১:৯ সময়
Share Tweet Pin it
[রাণীশংকৈলে ভারতীয় রুপিসহ আটক-১]

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌‌ উপজেলায় ১ লক্ষ ভারতীয় রুপিসহ হোসেন আলী (৪০) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব-১৩।শনিবার (১২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার নেকমরদ গন্ডগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যুবক পার্শ্ববর্তী হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের মারাধার (মাঝপাড়া) গ্রামের মৃত শামসুল হকের ছেলে।
র‌্যাব-১৩ সূত্র জানায় সারাদেশে হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২, নীলফামারী একটি আভিযানিক দল আজ দুপুরে সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের গন্ডগ্রাম এলাকা থেকে অবৈধ ভারতীয় জাল নোটসহ জাল টাকার ব্যবসায়ী হোসেন আলীকে গ্রেফতার করা হয় ।
 
এসময় তার কাছে ০১ (এক) লক্ষ ভারতীয় জাল রুপি, নগদ ৮ হাজার টাকা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।র‌্যাব-১৩ আরোও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটক হোসেন আলী জানায় যে, সে দীর্ঘদিন থেকে ভারতীয় জাল রুপি ব্যবসার সাথে জড়িত ছিল এবং অবৈধভাবে সীমান্তবর্তী এলাকা হতে অপরিচিত ব্যক্তির নিকট হতে স্বল্প মূল্যে ভারতীয় জাল রুপি ক্রয় করে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকায় জনসাধারনের মাঝে বিক্রয় করে আসছিল।
 
এঘটনায় রাণীশংকৈল থানায় মামলা দায়ের করে জব্দকৃত ভারতীয় জাল রুপিসহ আসামিকে থানা পুলিশের কাছে হস্তান্তর হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ওসি  মুহাঃ আরশেদুল হক বলেন, এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হবে।