ভূরুঙ্গামারী মহিলা কলেজের অভিভাবক সদস্য নির্বাচনে আদালতের নিষেধাজ্ঞা

৪ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৭:৫ সময়
Share Tweet Pin it

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী মহিলা কলেজের গভর্নর বডির অভিভাবক সদস্য নির্বাচনে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেছেন ভূরুঙ্গামারী সহকারী জজ আদালতের বিজ্ঞ সহকারী জজ জান্নাতুন নাইম (অতিরিক্ত দায়িত্ব)। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে শুনানি শেষে এই নিষেধাজ্ঞা জারি করে বিজ্ঞ আদালত। 

জানা যায়, গত ২ জানুয়ারি ভূরুঙ্গামারী মহিলা কলেজের গভর্নিং বডি পুনর্গঠনের জন্য তিনজন অভিভাবক সদস্য নির্বাচনের জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্বাচনী তফশিল ঘোষণা করেন। ঘোষিত তফশিল অনুযায়ী গত ১৪ জানুয়ারি আমজাদ হোসেন নামক জনৈক অভিভাবক ব্যাংকে ১০ হাজার টাকা জমা করে মনোনয়নপত্র কিনতে গেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোনয়নপত্র দিতে টালবাহনা করে সময় পার করেন।

মনোনয়নপত্র কিনতে না পেরে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন।

 

পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাকে মনোনয়ন না দেয়ায় অভিভাবক সদস্য পদে আগ্রহী প্রার্থী আমজাদ হোসেন বাদী হয়ে গত ২৬ জানুয়ারি ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমজানুল হকসহ ৬ জনকে অভিযুক্ত করে কুড়িগ্রামের সহকারী জজ আদালতে একটি পিটিশন দায়ের করেন। শুনানি শেষে আজ বিজ্ঞ সহকারী জজ আদালত মূল মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত অভিভাবক সদস্য পদের নির্বাচনে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেন।

এ ব্যাপারে মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমজানুল হক জানান, বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞার আদেশটি পেয়েছি।

আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বুধবার নির্বাচন হচ্ছে না বলে তিনি জানান।

 

উল্লেখ্য, ৫ ফেব্রুয়ারি (বুধবার) মহিলা কলেজে অভিভাবকদের ভোটে ৩ জন অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল।