লালমনিরহাটে গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩

২৪ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ২:২৩ সময়
Share Tweet Pin it
[লালমনিরহাটে গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩]

লালমনিরহাট জেলার সদর থানা এলাকা হতে ২৭ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে ফ্লাইট লেঃ মোঃ সাইফুল্লাহ নাঈম নিশ্চিত করে জানান যে,গত ২৩  ফেব্রুয়ারীতে রাতে র‌্যাব-১৩, সদর কোম্পানী রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর থানাধীন রাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ চাংড়া গ্রামস্থ জনৈক মোঃ মজিবর রহমান(৪০), পিতা-মৃত বাবর আলী এর বসত বাড়ীর সামনে আলম বাজার হতে বকুলতলা গামী রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে একটি আলুভর্তি পিকআপ তল্লাশী করে বিশেষ কায়দায় রক্ষিত ২৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ আব্দুর রহিম (৫০), পিতা-মোঃ ছবির উদ্দিন, সাং-তিস্তা পাঙ্গাটারী, থানা-লালমনিরহাট সদর, জেলা-লালমনিরহাটকে গ্রেফতার করে।পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।