রংপুরে মহিলা পরিষদের প্রাক বাজেট বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রঞ্জিত দাস।

২৪ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ২:৬ সময়
Share Tweet Pin it
[রংপুরে মহিলা পরিষদের প্রাক বাজেট বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত]

নারীর জন্য বিনিয়োগ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ, রংপুর জেলা শাখা আন্দোলন উপ পরিষদের উদ্যোগে ২৩ ফেব্রুয়ারি ২০২৫ বিকেলে নগরীর একটি কমিউনিটি সেন্টারে প্রাক বাজেট (২০২৫-২০২৬) বিষয়ক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ রংপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবা আরা বেগম। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সরকারি সিটি কলেজ সহকারী অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম। মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের সহ- সম্পাদক মাহমুদা চৌধুরী। মতামত এবং সুপারিশ দেন সভাপতি সুজন রংপুর মহানগর খন্দকার ফখরুল আনাম বেন্জু ,নারী নেত্রী মোশফেকা রাজ্জাক, সাধারণ সম্পাদক সিপিবি কাফি সরকার স্বর্ণ নারী অ্যাসোসিয়েশন মঞ্জুশ্রী সাহা,জেমস নারী উন্নয়ন বেতার শ্রোতা ক্লাব রংপুর মো; জাহিদ আলম, সভায় সুশীল সমাজ সহ বাংলাদেশ মহিলা পরিষদ রংপুর জেলা কমিটির  সদস্য এবং তৃণমূলের সদস্যরাও উপস্থিত ছিলেন।