‘বাংলাদেশে এনসিপিকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না’—এমন জোরালো ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। শনিবার (৫ জুলাই) দুপুরে বগুড়ার সাতমাথা মুক্তমঞ্চে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।
আখতার বলেন, ‘ব-তে বগুড়া, ব-তে বাংলাদেশ। এই বগুড়া থেকেই গোটা বাংলাদেশে এনসিপির রাজনীতি প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
বগুড়ার মানুষ ১৬ বছর ধরে অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছে। ঘরে থাকতে পারেনি, ক্ষেতখামারে রাত কাটাতে হয়েছে। কিন্তু তারা মাথা নত করেনি। ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, তা আর কোনো চাঁদাবাজ বা ফ্যাসিবাদীর হাতে ছেড়ে দেব না।
তিনি বলেন, ‘বগুড়ায় এনসিপির রাজনীতি করা কঠিন। এখানে বাধা দেওয়া হয়, ভয় দেখানো হয়। তবুও এই এলাকার মানুষ সাহস করে, প্রতিবাদ করে, সংস্কারের দাবিতে এনসিপির রাজনীতিতে যুক্ত হয়েছে। এনসিপির নেতাকর্মীরা, বিশেষ করে বগুড়ার সাহসী জনগণ প্রমাণ করেছে—আগামীর বাংলাদেশে এনসিপিকে কেউ রুখতে পারবে না।