রংপুরে মা ও শিশু যত্ন, শিশু নিরাপত্তা ও বাল্য বিবাহ প্রতিরোধে আন্ত:ধর্মীয় সংলাপ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ রংপুর এরিয়া প্রোগ্রামের আয়োজনে, গত (২৪শে জুন)
মঙ্গলবার ইএসডিএফ এর হল রুমে অনুষ্ঠিত শিশু যত্ন, শিশু নিরাপত্তা ও বাল্য বিবাহ প্রতিরোধে আন্ত:ধর্মীয় সংলাপে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় পরিচালক মো: মোস্তফা মনজুর আলম খান।
ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ রংপুর এসিও এর সিনিয়র ম্যানেজার স্বপন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে বিশেষ অতিথি ছিলেন ধর্মীয় নেতা মো: মিজানুর রহমান আরিফ, রংপুর ব্যাপ্টিষ্ট চার্চের রেভারেন্ড সখরিয় বৈরাগী পালক প্রধান ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলার সিনিয়র সহ-সভাপতি শ্রী ধীমান ভট্টাচার্য্য।
সংলাপে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ রংপুর এসিও এর স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ কান্তি রায়সহ বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ।