আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর বিভাগের ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটি আসনের জন্য প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (২০ জুন) বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত এক গণসমাবেশে এ ঘোষণা দেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির, শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম।
ঘোষিত প্রার্থীরা হলেন—
-
রংপুর-১ (গংগাচড়া ও সিটি কর্পোরেশনের আংশিক অংশ): এটিএম গোলাম মোস্তফা বাবু
-
রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ): মাওলানা মো. আশরাফ আলী
-
রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশনের আংশিক অংশ): আমিরুজ্জামান পিয়াল
-
রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া): অধ্যক্ষ গোলজার হোসেন
-
রংপুর-৫ (মিঠাপুকুর): জাহিদ হাসেন
তবে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
গণসমাবেশে মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম বলেন, “ইসলামী আন্দোলন ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের কথার সঙ্গে কাজ ও প্রতীকের মিল থাকে না। কিন্তু আমাদের দলের কথার সঙ্গে কাজ ও প্রতীকের মিল রয়েছে। আমরা ক্ষমতায় এলে দেশে একটি ন্যায়ের সমাজ প্রতিষ্ঠিত হবে, যেখানে কেউ অবৈধ কিছু করার চিন্তা করবে না।” তিনি জনতার কাছে হাতপাখা প্রতীকে ভোট ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর মহানগর শাখার সভাপতি মাওলানা আব্দুর রহমান কাসেমী। বক্তব্য দেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফেজ এম হাসিবুল ইসলাম, মহানগরের সাধারণ সম্পাদক আমিরুজ্জামান পিয়াল, এবং জেলা সভাপতি এটিএম গোলাম মোস্তফা বাবুসহ অন্যান্য নেতারা।