র্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাটে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমনিরহাট প্রতিনিধি:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ এর একটি সফল অভিযানে লালমনিরহাটের কালীগঞ্জ থানা এলাকায় ২৫ কেজিরও বেশি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৯ জুন) ভোর ৬টার দিকে র্যাব-১৩ এর ব্যাটালিয়ন সদর, রংপুর-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার ৩নং তুষভান্ডার ইউনিয়নের ৮নং তালুকবানী নগর এলাকার সালেমা অটো রাইস মিল লিমিটেডের সামনে পাকা রাস্তার ওপর একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ২৫.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসময় ঘটনাস্থল থেকে মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয় এবং দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন:
১। মোঃ সজিব ইসলাম (২৭), পিতা-মোঃ তৌহিদুল ইসলাম, সাং-নয়াপাড়া
২। মোঃ আশরাফুল ইসলাম (২৫), পিতা-মৃত সায়েদ আলী, সাং-জমিলাপুর
উভয়ের স্থায়ী ঠিকানা ঘোড়াঘাট, দিনাজপুর।
র্যাব জানায়, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক পরিবহন ও বিক্রয়ের সঙ্গে জড়িত।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।