২৬ জুন ২০২৫:
সেনা কল্যাণ সংস্থার মালামাল বহনকারী ট্রাকে চাঁদাবাজির ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৩ ও র্যাব-৮ এর যৌথ আভিযানিক দল।
র্যাব সূত্রে জানা যায়, সেনা কল্যাণ সংস্থার নির্দেশনায় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড থেকে পরিত্যক্ত মালামাল সংগ্রহ করে দুইটি ট্রাকে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা। পথিমধ্যে দিনাজপুর জেলার পার্বতীপুর থানার ৯ নম্বর হামিদপুর ইউনিয়নের কালুপাড়া এলাকায় পৌঁছালে একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র ট্রাক দুটি জোরপূর্বক থামিয়ে ১০ লক্ষ টাকা দাবি করে এবং ট্রাক চালক ও সহকারীকে মারধর করে।
ঘটনার পরপরই সেনাবাহিনী ও র্যাবের যৌথ টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামী মোঃ তারিকুল ইসলাম (৩১) কে গ্রেফতার করে। বাকি আসামিরা সেসময় পালিয়ে যায়।
এরই ধারাবাহিকতায় মামলার ২ নম্বর এজাহারনামীয় আসামি মোঃ মফিজুল (৪৮), পিতা- আব্দুল জলিল সিকদার, সাং- কলাবাগান বস্তি, পুকুরপাড়া, বাউনিয়া বাঁধ, মিরপুর, ঢাকা–কে ২৬ জুন বিকাল ৪টা ৩০ মিনিটে মাদারীপুর জেলার সদর থানার আওতাধীন অসমত অলি খাঁন ব্রীজের টোল প্লাজা এলাকা থেকে গ্রেফতার করে র্যাব-১৩ এবং র্যাব-৮ এর যৌথ টিম।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের মিডিয়া শাখার সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
র্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে দেশব্যাপী হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজিসহ সকল অপরাধের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।