“এসো মাদক পরিহার করি, দেশ বদলাই,পৃথিবী বদলাই” প্রতিপাদ্য নিয়ে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ ২০২৫ রংপুরে উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের আয়োজনে মাদকবিরোধী র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুরুতে নগরীর কালেক্টরেট চত্বর থেকে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল এর নেতৃত্বে মাদকবিরোধী র্যালি বের হয়ে টাউন হল চত্বরে এসে শেষ হয়। পরে জেলা শিল্প কলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় সরকার বিভাগের বিভাগীয় পরিচালক আবু জাফর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শাহ মোন্তাজুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মাসুদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শরিফ মোহাম্মদ ফারুকুজ্জামান প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোদক।
সভায় বক্তারা বলেন, অভিভাবকদের উচিত তাদের সন্তানরা কোথায় যায় কি করে খোঁজ রাখা। মাদকাসক্ত একটি সামাজিক ব্যাধি, এই ব্যাধি যে পরিবারে একজন আছে, সেই পরিবার ধ্বংস করার জন্য যথেষ্ট। অতএব আপনাদের সন্তানকে যদি মাদক থেকে দুরে রাখতে পারেন তবে আপনার সন্তান অবশ্যই সুশিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হবে। আসুন আমরা মাদকের ভয়াবহতা থেকে দুরে থাকি ও অপরকে দুরে রাখি। তাই সকল পিতা মাতাকে সচেতন হতে হবে। মাদকাসক্ত ছেলে মাদকের টাকার জন্য কাউকে হত্যা করতে একবিন্দু ভাবে না।
বক্তারা আরো বলেন, বাংলাদেশের ৭টি বিভাগে ২শত শয্যা বিশিষ্ট মাদকাসক্ত নিরাময় হাসপাতাল হবে। এরমধ্যে রংপুরেও একটি হাসপাতাল হবে। এতে রংপুরের মাদকের সকল চিকিৎসা সম্ভব হবে।
এ সময় প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও রংপুরে অবস্হিত মাদক নিরাময় কেন্দ্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।