রংপুর প্রতিনিধি
রংপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, গতকাল ২২ জুন রাত ১০টা ১০ মিনিটে রংপুর জেলার গঙ্গাচড়া থানার ৫নং লক্ষীটারি ইউনিয়নের পূর্ব ইচলী এলাকার সোলার অফিসের সামনে কাকিনা-রংপুর পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন এসআই সিব্বির আহমেদ। সঙ্গীয় ফোর্সসহ তিনি সন্দেহভাজন একটি ইজিবাইক থামিয়ে তল্লাশি চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক নারী যাত্রী দ্রুত ইজিবাইক থেকে নেমে পড়েন। তার আচরণ সন্দেহজনক মনে হলে নারী ডিবি পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়।
আটককৃত নারীর নাম মোছাঃ শিল্পী বেগম (২৫), স্বামী মোঃ মনজুরুল আহমেদ লিটন, সাং- স্টেশন রোড বাবুপাড়া (২৮নং ওয়ার্ড), থানা- কোতয়ালি আরপিএমপি, জেলা- রংপুর।
তল্লাশিকালে তার হাতে থাকা ছাই রঙের ভ্যানিটি ব্যাগ থেকে ২০টি পাতায় মোট ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি পুরাতন বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরে তাকে গ্রেপ্তারপূর্বক থানায় নিয়ে এসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়।
রংপুর জেলা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী এবং এই অভিযান চলমান থাকবে।