রংপুর প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোহা. মাহামুদুল হকের মুক্তি ও তার বিরুদ্ধে দায়েরকৃত ‘ষড়যন্ত্রমূলক হত্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানিয়েছে বিভাগের শিক্ষকবৃন্দ।
রবিবার (২২ জুন) গণমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে তারা জানান, প্রায় ১০ মাস আগে সংঘটিত একটি হত্যাকাণ্ডের মামলায় সম্মানিত শিক্ষক মাহামুদুল হককে হঠাৎ করে অভিযুক্ত করা এবং ১৯ জুন বিকেলে নিজ বাসা থেকে গ্রেফতার করা ‘মানবাধিকার লঙ্ঘনের নগ্ন বহিঃপ্রকাশ’।
বিবৃতিতে বলা হয়, “যে প্রক্রিয়ায় আমাদের সহকর্মীকে গ্রেফতার করা হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি সম্পূর্ণরূপে অভিসন্ধিমূলক ও ষড়যন্ত্রের অংশ।”
বিভাগীয় শিক্ষকরা দাবি করেন, এমন ঘটনায় শিক্ষক সমাজের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে এবং এটি হয়রানিমূলক। তাঁরা অবিলম্বে মাহামুদুল হকের নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের আহ্বান জানান।
এ ঘটনায় ২০ জুন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভাগের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচিও পালন করা হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, “আজ (২২ জুন) রবিবারের মধ্যে মাহামুদুল হককে সসম্মানে মুক্তি না দেওয়া হলে বিভাগীয়ভাবে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
বিভাগীয় শিক্ষকবৃন্দের পক্ষ থেকে বিবৃতিতে স্বাক্ষর করেন বিভাগীয় প্রধান মো. তাবিউর রহমান প্রধান।