রংপুর, সদ্যপ্রয়াত কবি এ.এস.এম. হাবিবুর রহমান স্মরণে সাহিত্য-সংস্কৃতি ও সামাজিক সংগঠন ‘ফিরেদেখা’ আয়োজিত ৩৫৯তম মননপাঠের আসর অনুষ্ঠিত হয়েছে রংপুর নগরীর আইডিয়া পাঠাগারে। শনিবার সন্ধ্যার এ আয়োজনের শিরোনাম ছিল “তিস্তাপারের গল্পকথায় হাবিবুর রহমান”।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত কবির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর মোড়ক উন্মোচন করা হয় হাবিবুর রহমানকে নিবেদিত স্মৃতিনির্ভর গ্রন্থ “তিস্তাপারের গল্পকথা”।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম এবং রংপুর আরআরএফ-এর কমান্ড্যান্ট ও লেখক মো. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন সাবেক আঞ্চলিক পরিচালক মনোয়ারা বেগম ও সাবেক অতিরিক্ত সচিব এস.সি. খান।
স্মৃতিচারণায় অংশ নেন মামুন উর রশীদ, সুনীল সরকার, বাবুল সরকার, মাসুম মোরশেদ, আল আমিন ইসলাম, নীল রতন সরকার, মোজাম্মেল হক, শফিকুল ইসলাম আবির, নাজমুল হক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কবি ও প্রকাশক সাকিল মাসুদ। সভাপতিত্ব করেন গবেষক ও লেখক তাপস মাহমুদ।
আলোচকবৃন্দ বলেন, “তিস্তাপারের গল্পকথা” বইটিতে কবি হাবিবুর রহমান নদীমাতৃক জনপদের সৌন্দর্য, প্রান্তিক মানুষের জীবনযাপন এবং তাদের সংস্কৃতিকে গভীর মানবিকতা ও সাহিত্যনিষ্ঠায় তুলে ধরেছেন। এতে স্থান পেয়েছে ভাওয়াইয়া শিল্পী কছিমুদ্দীন ও লেখক সুফী মোতাহার হোসেনসহ স্থানীয় গুণীজনদের স্মৃতিচারণা।
মননপাঠের এই আসর স্মৃতি, শ্রদ্ধা ও সাহিত্য-ভালোবাসায় এক অনন্য সন্ধ্যায় পরিণত হয়।