রংপুর , রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ফিরেদেখা’র ৩৬৩তম মননপাঠে সাহিত্যে সমালোচনার ভূমিকা নিয়ে প্রাণবন্ত আলোচনা রংপুরে র‍্যাব-১৩ এর অভিযানে ১৫৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রংপুরে ৬ দফা দাবিতে শ্রমিকদের আন্দোলন স্থগিত,দাবি আদায়ে প্রশাসনের ন্যায্য হস্তক্ষেপ প্রত্যাশা অকাল মৃত্যু ঠেকাতে আইনের সংস্কার জরুরি রংপুরে ওয়ার্ড যুবদলের আঞ্চলিক কমিটির কর্মীসভা অনুষ্ঠিত হরিপরে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী যুবক নিহত আশুলিয়ায় র‍্যাবের অভিযানে অপহরণ মামলার প্রধান আসামী গ্রেফতার, কিশোরী উদ্ধার বিরামপুরে র‍্যাবের অভিযানে ২০১ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোবিন্দগঞ্জে র‌্যাব-১৩ এর অভিযানে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার রংপুরে র‌্যাব-১৩ এর অভিযানে ৫৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

তিস্তাপারের কবি হাবিবুর রহমান স্মরণে ‘ফিরেদেখা’র মননপাঠ

তিস্তাপারের কবি হাবিবুর রহমান স্মরণে ‘ফিরেদেখা’র মননপাঠ

রংপুর, সদ্যপ্রয়াত কবি এ.এস.এম. হাবিবুর রহমান স্মরণে সাহিত্য-সংস্কৃতি ও সামাজিক সংগঠন ‘ফিরেদেখা’ আয়োজিত ৩৫৯তম মননপাঠের আসর অনুষ্ঠিত হয়েছে রংপুর নগরীর আইডিয়া পাঠাগারে। শনিবার সন্ধ্যার এ আয়োজনের শিরোনাম ছিল “তিস্তাপারের গল্পকথায় হাবিবুর রহমান”

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত কবির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর মোড়ক উন্মোচন করা হয় হাবিবুর রহমানকে নিবেদিত স্মৃতিনির্ভর গ্রন্থ “তিস্তাপারের গল্পকথা”

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম এবং রংপুর আরআরএফ-এর কমান্ড্যান্ট ও লেখক মো. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন সাবেক আঞ্চলিক পরিচালক মনোয়ারা বেগম ও সাবেক অতিরিক্ত সচিব এস.সি. খান।

স্মৃতিচারণায় অংশ নেন মামুন উর রশীদ, সুনীল সরকার, বাবুল সরকার, মাসুম মোরশেদ, আল আমিন ইসলাম, নীল রতন সরকার, মোজাম্মেল হক, শফিকুল ইসলাম আবির, নাজমুল হক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কবি ও প্রকাশক সাকিল মাসুদ। সভাপতিত্ব করেন গবেষক ও লেখক তাপস মাহমুদ।

আলোচকবৃন্দ বলেন, “তিস্তাপারের গল্পকথা” বইটিতে কবি হাবিবুর রহমান নদীমাতৃক জনপদের সৌন্দর্য, প্রান্তিক মানুষের জীবনযাপন এবং তাদের সংস্কৃতিকে গভীর মানবিকতা ও সাহিত্যনিষ্ঠায় তুলে ধরেছেন। এতে স্থান পেয়েছে ভাওয়াইয়া শিল্পী কছিমুদ্দীন ও লেখক সুফী মোতাহার হোসেনসহ স্থানীয় গুণীজনদের স্মৃতিচারণা।

মননপাঠের এই আসর স্মৃতি, শ্রদ্ধা ও সাহিত্য-ভালোবাসায় এক অনন্য সন্ধ্যায় পরিণত হয়।

ট্যাগ :
About Author Information

জনপ্রিয়

ফিরেদেখা’র ৩৬৩তম মননপাঠে সাহিত্যে সমালোচনার ভূমিকা নিয়ে প্রাণবন্ত আলোচনা

তিস্তাপারের কবি হাবিবুর রহমান স্মরণে ‘ফিরেদেখা’র মননপাঠ

প্রকাশিত : ০২:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

রংপুর, সদ্যপ্রয়াত কবি এ.এস.এম. হাবিবুর রহমান স্মরণে সাহিত্য-সংস্কৃতি ও সামাজিক সংগঠন ‘ফিরেদেখা’ আয়োজিত ৩৫৯তম মননপাঠের আসর অনুষ্ঠিত হয়েছে রংপুর নগরীর আইডিয়া পাঠাগারে। শনিবার সন্ধ্যার এ আয়োজনের শিরোনাম ছিল “তিস্তাপারের গল্পকথায় হাবিবুর রহমান”

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত কবির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর মোড়ক উন্মোচন করা হয় হাবিবুর রহমানকে নিবেদিত স্মৃতিনির্ভর গ্রন্থ “তিস্তাপারের গল্পকথা”

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম এবং রংপুর আরআরএফ-এর কমান্ড্যান্ট ও লেখক মো. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন সাবেক আঞ্চলিক পরিচালক মনোয়ারা বেগম ও সাবেক অতিরিক্ত সচিব এস.সি. খান।

স্মৃতিচারণায় অংশ নেন মামুন উর রশীদ, সুনীল সরকার, বাবুল সরকার, মাসুম মোরশেদ, আল আমিন ইসলাম, নীল রতন সরকার, মোজাম্মেল হক, শফিকুল ইসলাম আবির, নাজমুল হক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কবি ও প্রকাশক সাকিল মাসুদ। সভাপতিত্ব করেন গবেষক ও লেখক তাপস মাহমুদ।

আলোচকবৃন্দ বলেন, “তিস্তাপারের গল্পকথা” বইটিতে কবি হাবিবুর রহমান নদীমাতৃক জনপদের সৌন্দর্য, প্রান্তিক মানুষের জীবনযাপন এবং তাদের সংস্কৃতিকে গভীর মানবিকতা ও সাহিত্যনিষ্ঠায় তুলে ধরেছেন। এতে স্থান পেয়েছে ভাওয়াইয়া শিল্পী কছিমুদ্দীন ও লেখক সুফী মোতাহার হোসেনসহ স্থানীয় গুণীজনদের স্মৃতিচারণা।

মননপাঠের এই আসর স্মৃতি, শ্রদ্ধা ও সাহিত্য-ভালোবাসায় এক অনন্য সন্ধ্যায় পরিণত হয়।