চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে চীন সফরে যাচ্ছে বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।
আগামী রবিবার, ২২ জুন, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দলটি বেইজিংয়ের উদ্দেশে রওনা হবে।
বৃহস্পতিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য সৈয়দ সায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সফরের উদ্দেশ্য মূলত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং দলীয় পর্যায়ে অভিজ্ঞতা বিনিময়।
প্রতিনিধি দলে থাকছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান এবং ডা. জাহিদ হোসেন।
এছাড়া দলের চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, ইসমাইল জাবিউল্লাহ ও অধ্যাপক সুকোমল বড়ুয়া এবং মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল সফরসঙ্গী হিসেবে থাকছেন।
সফর শুরুর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিনিধি দলটি ঢাকায় চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের আমন্ত্রণে চীনা দূতাবাসে সাক্ষাৎ করে।
দলীয় সূত্র জানায়, বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করাই এই সফরের অন্যতম লক্ষ্য।
বর্তমান রাজনৈতিক বাস্তবতায়, এই সফরকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে চীনের সম্পৃক্ততা বৃদ্ধির অংশ হিসেবেও দেখা হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছর ফেব্রুয়ারিতে সিপিসির আমন্ত্রণে ৮টি রাজনৈতিক দলের ২১ সদস্যের আরেকটি প্রতিনিধি দল চীন সফর করে। নেতৃত্বে ছিলেন বিএনপির ড. আবদুল মঈন খান।