জুলাই গণঅভ্যুত্থানের গণপ্রতিরোধ ও আত্মত্যাগের স্মরণে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ ‘গণমিনার’ নির্মাণের উদ্যোগ নিয়েছে ‘গণমিনার বাস্তবায়ন কমিটি’। বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
কমিটির পক্ষ থেকে জানানো হয়, গণমিনারটি নির্মিত হবে বিজয় স্মরণি ও বীর উত্তম মেজর জেনারেল আজিজুর রহমান রোডের মধ্যবর্তী সবুজ চত্বরে। এতে জুলাই অভ্যুত্থানে শহীদ ১৪০০ জনের নাম অঙ্কিত থাকবে। মিনার নির্মাণে ব্যয় নির্বাহে সাধারণ মানুষের কাছ থেকে গণচাঁদা সংগ্রহ করা হবে।
সংবাদ সম্মেলনে চলচ্চিত্র নির্মাতা ও স্থপতি কামার আহমাদ সাইমন বলেন, “ইতিহাস সংরক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো মিনার। এটি উন্মুক্ত হওয়ায় সবার অংশগ্রহণ সহজ হয়।”
বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, “৫ আগস্টের বিজয়ের মধ্য দিয়ে দেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা পূর্ণতা পেয়েছে। সেই আত্মত্যাগের স্মরণেই এই গণমিনার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।”
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক খোরশেদ আলম, লেখক মোহাম্মদ রোমেলসহ অনেকে।