রংপুর মহানগর যুবদলের অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট ৩ ও ৬ নম্বর ওয়ার্ড যুবদলের আওতাধীন পূর্ব পাড়া (৩নং ওয়ার্ড) ও ডাক্তার পাড়া (৬নং ওয়ার্ড) আঞ্চলিক কমিটির উদ্যোগে গতকাল দুইটি পৃথক কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর যুবদলের সিনিয়র সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সদস্য এবং পরশুরাম মেট্রোপলিটন থানা যুবদলের সদস্য সচিব নাজমুল ইসলাম।
৩নং ওয়ার্ডের সভায় সভাপতিত্ব করেন সিনিয়র যুগ্ম আহবায়ক শাকিল হোসেন মিলন এবং ৬নং ওয়ার্ডের সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড যুবদলের আহবায়ক ও পরশুরাম থানা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. আব্দুর রহিম। দুটি সভার সঞ্চালনা করেন যথাক্রমে ৩নং ওয়ার্ডের সদস্য সচিব শহিদুল ইসলাম ও ৬নং ওয়ার্ডের সদস্য সচিব মামুন মিয়া।
কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন রংপুর মহানগর যুবদলের সদস্য সুমন, পরশুরাম মেট্রোপলিটন থানা যুবদলের যুগ্ম আহবায়ক সামসুজ্জান সুখি, সদস্য আল-মুকিত, মাসুম, জাবেদ, মঞ্জু, শাকিলসহ ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা। এছাড়াও ৩নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক ইসমাইল, রমজান আলীসহ অন্যরা সভায় অংশগ্রহণ করেন।
সভাগুলোতে দলকে সংগঠিত করা, আগামী দিনের আন্দোলন-সংগ্রামে যুবকদের সক্রিয় ভূমিকা এবং নেতৃত্ব বিকাশে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।