রংপুর মহানগরীর ১৬নং ওয়ার্ড জাতীয় পাটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নগরী সিও বাজারস্থ হলি চাইল্ড স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর।
১৬ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মোঃ সেকেন্দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় অন্যতম সদস্য ও মহানগর জাপার যূগ্ম সাধারন সম্পাদক মোঃ লোকমান হোসেন, মহানগর জাপার সাংগঠনিক সম্পাদক মোঃ জাহেদুল ইসলাম, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আমিনুর রহমান, সদও উপজেলা পুলিশিং কমিটির সাধারন সম্পাদক আব্দুল কাদের দিদার।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড জাপার সাধারণ সম্পাদক হানিফুর রহমান হানিফ, মহানগর স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মোঃ ফারুক হোসেন মন্ডল, মহানগর জাতীয় ছাত্র সমাজের সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, কারমাইকেল কলেজ জাতীয় ছাত্র সমাজের সভাপতি আরিফুল ইসলাম, সাধারন সম্পাদক আরিফ আলী, ১৬ নং ওয়ার্ড জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম বিভিন্ন ওয়ার্ড জাপা ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলনে মোঃ সেকেন্দার আলীকে সভাপতি, জুয়েল হোসেনকে সাধারণ সম্পাদক ও মোঃ রবিউল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ১৭১ সদস্য বিশিষ্ঠ একটি কমিটি গঠন করা হয়। যা আগামী এক মাসের মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করা হয়।