দিনাজপুর প্রতিনিধি:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ এর সিপিসি-৩, গাইবান্ধা কর্তৃক দিনাজপুরের বিরামপুর থেকে ২০১ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর ১২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল বিরামপুর উপজেলার ২ নম্বর কাটলা ইউনিয়নের উত্তর কাটলা গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে এক ব্যক্তির দেহ তল্লাশির সময় তার কাছে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ২০১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন মো. বুলবুল হাসান (৩৫), পিতা-মৃত বদিউজ্জামান, মাতা-দিলরুবা বেগম, সাং-উত্তর কাটলা, থানা-বিরামপুর, জেলা-দিনাজপুর।
র্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’—এই মূলমন্ত্রকে ধারণ করে র্যাব মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। তারই অংশ হিসেবে এ সফল অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।