রংপুরে নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। জেলার ৮টি উপজেলায় ৭০টি কেন্দ্রে প্রায় ৩৩ হাজার শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিয়েছে।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারের এইচএসসি পরীক্ষায় ৪১টি কেন্দ্রে অংশ নিচ্ছে ২৪ হাজার ২৬৩ জন শিক্ষার্থী। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ১০টি কেন্দ্রে অংশ নিচ্ছে ১ হাজার ৯৩৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১৯টি কেন্দ্রে এইচএসসি (ভোকেশনাল) ও ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) পরীক্ষায় অংশ নিচ্ছে ৬ হাজার ৬৫৯ জন পরীক্ষার্থী।
বৃহস্পতিবার সকাল ১০টায় রংপুর সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শনে যান রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে।
পরীক্ষা কেন্দ্রগুলোতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছাড়াও ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।