বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, মহাপরিচালক, রংপুর রেঞ্জের অন্তর্গত দিনাজপুর, রংপুর ও নীলফামারী জেলার আনসার ও ভিডিপির বিভিন্ন প্রশিক্ষণ কোর্স কার্যালয়গুলো পরিদর্শন করেছেন। এ সময় তিনি বাহিনীর অন্তর্ভুক্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রম ও সামাজিক উন্নয়নে ভূমিকা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
বুধবার ২৫ জুন দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে অনুষ্ঠিত ‘ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (সাঁওতাল)- এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহাপরিচালক প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন। এ কর্মসূচির আওতায় সাঁওতাল নৃগোষ্ঠীর ১৩২ জন সদস্যকে নিরাপত্তা ও দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের রেঞ্জ কমান্ডার মো. আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস, দিনাজপুরের জেলা প্রশাসক জনাব মো. রফিকুল ইসলাম, এবং পুলিশ সুপার জনাব মারুফাত হুসাইন।
মহাপরিচালক আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বক্তব্যে বলেন, ‘আনসার ও ভিডিপি বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম শুধু আইন-শৃঙ্খলা রক্ষায় সীমাবদ্ধ নয়, বরং এটি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করে তোলার একটি শক্তিশালী মাধ্যম। ভিডিপি সদস্যরা মাদকবিরোধী কার্যক্রম, সামাজিক স্বেচ্ছাসেবা ও উদ্যোক্তা হিসেবে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।’
পরবর্তীতে তিনি রংপুর নগরী মাহিগঞ্জ আনসার ও ভিডিপি পরিদর্শন কেন্দ্রে ২৮ দিন মেয়াদি ১শত জন ইউথ লিডারশিপ ও ৭০ দিন মেয়াদি ২৫জন ডিজিটাল মার্কেটিং শীর্ষক চলমান প্রশিক্ষণ কার্যক্রম প্রত্যক্ষ করেন। সেখানে অংশগ্রহণকারীদের ডিজিটাল মার্কেটিং, সাইবার নিরাপত্তা, সামাজিক ব্যবসা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
এ সময় মহাপরিচালক রংপুর রেঞ্জের ইউনিট প্রধানদের সঙ্গে ও প্রশিক্ষণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং বাহিনীর কার্যক্রম, সদস্যদের মনোবল ও প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনা করেন। এ প্রশিক্ষণ কোর্স পরিদর্শন কালে সফর সঙ্গী ছিলেন রংপুর রেঞ্জের রেঞ্জ কমান্ডার মো. আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস, ঢাকা সদর দপ্তরের উপপরিচালক (সমন্বয়) নাজমুছ সালেহীন নূর।
রংপুর
,
শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রংপুরে ৬ দফা দাবিতে শ্রমিকদের আন্দোলন স্থগিত,দাবি আদায়ে প্রশাসনের ন্যায্য হস্তক্ষেপ প্রত্যাশা
অকাল মৃত্যু ঠেকাতে আইনের সংস্কার জরুরি
রংপুরে ওয়ার্ড যুবদলের আঞ্চলিক কমিটির কর্মীসভা অনুষ্ঠিত
হরিপরে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী যুবক নিহত
আশুলিয়ায় র্যাবের অভিযানে অপহরণ মামলার প্রধান আসামী গ্রেফতার, কিশোরী উদ্ধার
বিরামপুরে র্যাবের অভিযানে ২০১ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
গোবিন্দগঞ্জে র্যাব-১৩ এর অভিযানে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
রংপুরে র্যাব-১৩ এর অভিযানে ৫৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রংপুরে ছাত্রীনিবাস থেকে বেরোবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু
আনসার- গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাঠপর্যায়ের কার্র্যক্রম গতি আনলেন-মহাপরিচালক
রংপুর আনসার ভিডিপির উইথ লিডারশীপ ও ডিজিটাল মার্কেটিং কোর্স পরিদর্শন
-
রিদিকা প্রতিনিধি রংপুর
- প্রকাশিত : ০৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
- ১৭২ বার পাঠ করা হয়েছে
ট্যাগ :
জনপ্রিয়