কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোলে (৩০ জুলাই হতে ৫ আগষ্ট) জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে কাহারোলে মৎস্য দপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজনে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান এ,কে,এম ফারুক। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী রঘু নাথ রায় ও মৎস্য চাষী মোঃ সাইদুর রহমান লিমন প্রমুখ