নীলফামারী, ১৭ জুলাই:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ এর একটি সফল অভিযানে নীলফামারী জেলার জলঢাকা থানা এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
‘বাংলাদেশ আমার অহংকার’—এই মূলমন্ত্রকে ধারণ করে দেশের সর্বগ্রাসী মাদকবিরোধী অভিযানে র্যাব প্রতিনিয়ত কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় গত ১৬ জুলাই ২০২৫, রাত আনুমানিক ১১টা ৩৫ মিনিটে র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলার জলঢাকা থানাধীন ডাউয়াবাড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড, নেকবক্ত মাষ্টারপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানে ধৃত ব্যক্তির নাম আজাহারুল ইসলাম ওরফে শীল (৫০)। তিনি মৃত জমির উদ্দিনের পুত্র এবং ওই গ্রামেরই স্থায়ী বাসিন্দা। র্যাব জানায়, অভিযানের সময় আজাহারুল ইসলামের নিজ বসতঘরের দক্ষিণ দুয়ারী শয়নকক্ষে খাটের নিচে লুকিয়ে রাখা একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তা থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য জলঢাকা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও তারা আরও কঠোর অবস্থান গ্রহণ করবে।