ঢাকা প্রতিনিধি:
র্যাব-১৩ ও র্যাব-১০ এর যৌথ অভিযানে রংপুর জেলার গংগাচড়া থানার একটি অপহরণ মামলার এজাহারনামীয় ১নং পলাতক আসামি গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে এলিট ফোর্স র্যাব নিয়মিতভাবে হত্যা, ধর্ষণ, রাহাজানি, অপহরণসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ধৃত আসামি মো. শামীম আহমেদ (২২) দীর্ঘদিন ধরে ভিকটিমকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। ভিকটিম তার প্রস্তাবে সাড়া না দেওয়ায় ২৯ মে ২০২৫ খ্রিঃ সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে ভিকটিম প্রাইভেট পড়তে যাওয়ার পথে গিরিয়ার মোড়স্থ ক্যানেল ব্রিজ এলাকায় পৌঁছালে শামীম আহমেদসহ আরও ২/১ জন অজ্ঞাতনামা ব্যক্তি তাকে জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে গংগাচড়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পেনাল কোডের বিভিন্ন ধারায় একটি অপহরণ মামলা দায়ের করেন (মামলা নং-২০, তারিখ-১৬/০৬/২০২৫ খ্রি.)।
পরে গোপন সংবাদের ভিত্তিতে ১৫ জুলাই ২০২৫ রাত ৯টা ৪৫ মিনিটে র্যাব-১৩ (সদর কোম্পানি) এবং র্যাব-১০ (সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্প) যৌথভাবে অভিযান চালিয়ে ঢাকার কদমতলী থানার দনিয়া স্মৃতিধারা আবাসিক এলাকার একটি বাসা থেকে শামীম আহমেদকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করে।
গ্রেফতারকৃত শামীম আহমেদ রংপুর জেলার গংগাচড়া থানার দক্ষিণ পানাপুকুর, পূর্বপাড়া (বড়বিল) এলাকার মো. জোবায়ের হোসেনের ছেলে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামি ও ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।