দিনাজপুরের বিরামপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে পৌর শহরের ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়েছে। সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন-এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঢাকা মোড়ে অবস্থিত রাজু ডায়াগনস্টিক সেন্টারে ১০ হাজার টাকা, সরকারি হাসপাতালের দক্ষিণে অবস্থিত মডার্ন হেলথ কেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ২০ হাজার টাকা এবং নিউ মডার্ন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ১৫ হাজার টাকা, মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান চলাকালে মডার্ন হেলথ কেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত একজন ভুয়া নার্সকে আটক করে নিয়ে যায় পুলিশ।
আটক নার্স মার্জিয়া ফুলবাড়ী উপজেলার দৌলতপুর এলাকার বাসিন্দা। তিনি উপজেলার মডার্ন ক্লিনিকে নার্স হিসেবে কর্মরত ছিলেন। তাকে বিরামপুর থানা হেফাজতে পাঠানো হয়েছে।
এ অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার লুৎফর রহমান, স্যানিটারি পরিদর্শক ইসমাইল হোসেন, পুলিশের উপ-পরিদর্শক আমীর হোসেনসহ উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন উপস্থিত সাংবাদিকদের জানান, বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সেবা নিতে আসা রোগীদের হয়রানি বন্ধে এবং সঠিক সেবা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার লুৎফর রহমান জানান, মানুষের প্রাপ্য স্বাস্থ্য সেবা নিশ্চিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে রোগীরা যাতে সুষ্ঠুভাবে স্বাস্থ্য সেবা পায়, সেজন্য নিয়মিত তদারকির ব্যবস্থা করা হয়েছে। বিরামপুর উপজেলায় নিবন্ধিত ৯টি ক্লিনিক ও ২০টি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে বলে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে।
রংপুর
,
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিরামপুরে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান
জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে পঞ্চগড়ে ছাত্রদলের বিক্ষোভ
এই সরকারের সংস্কার কেউ গ্রহণ করছে না: জিএম কাদের
অন্তর্বর্তী সরকারের মেয়াদেই জুলাই হত্যাকাণ্ডের বিচার: আসিফ নজরুল
বাংলাদেশ বিএনপি ছাড়া কারও কাছে নিরাপদ নয়: মির্জা আব্বাস
রংপুর আনসার-ভিডিপি’র রেঞ্জ কনফারেন্স ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ডোমার থানার পিথী বেগম হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার
রংপুর চেম্বারের সভাপতি নির্বাচিত হলেন এমদাদুল হোসেন
রংপুরে জমি দখলে আপন চাচা-ফুফুর বিরুদ্ধে অভিযোগ,৯ বছর ধরে বাড়িছাড়া একমাত্র সন্তান ও মা
লালমনিরহাটে অপহরণ মামলার ভিকটিম উদ্ধার, ১ নম্বর এজাহারনামীয় আসামি গ্রেফতার
বিরামপুরে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান
-
Reporter Name
- প্রকাশিত : ৬ ঘন্টা আগে
- ১৬ বার পাঠ করা হয়েছে
জনপ্রিয়