রংপুর , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পীরগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পুলিশের ১ সদস্যসহ নিহত ২,আহত ৭ শহীদ আবু সাঈদের আত্মত্যাগ ভুলতে দেবে না ছাত্রদল: রাকিবুল ইসলাম রাকিব বাসদ (মার্কসবাদী)’র উদ্যোগে আবু সাঈদের মৃত্যুদিবসে শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত র‌্যাবের যৌথ অভিযানে গংগাচড়ার অপহরণ মামলার আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার শহীদ আবু সাঈদের স্মরণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শোক র‍্যালি রংপুরে জুলাই শহীদ দিবস পালিত রংপুরে শ্যামাসুন্দরী খাল পরিদর্শনে উপদেষ্টা রিজওয়ানা হাসান ডোমারে পিথী বেগম হত্যা মামলার পলাতক আসামী ফারজিনা র‍্যাবের হেফাজতে তিস্তা ভাঙন এলাকা পরিদর্শনে পরিবেশ উপদেষ্টা বিরামপুরে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

শহীদ আবু সাঈদের আত্মত্যাগ ভুলতে দেবে না ছাত্রদল: রাকিবুল ইসলাম রাকিব

  • Reporter Name
  • প্রকাশিত : ১৬ ঘন্টা আগে
  • ৪০ বার পাঠ করা হয়েছে

শহীদ আবু সাঈদের আত্মত্যাগ ভুলতে দেবে না ছাত্রদল: রাকিবুল ইসলাম রাকিব

রংপুর, ১৬ জুলাই:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, “যতদিন ছাত্রদল বেঁচে থাকবে, ততদিন বাংলার মাটিতে শহীদ আবু সাঈদের আত্মত্যাগ ভুলতে দেবে না।”

বুধবার (১৬ জুলাই) জাতীয় জুলাই শহীদ দিবস উপলক্ষে রংপুরে আয়োজিত বিভাগীয় ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রংপুর মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম। রংপুর মহানগরের সদস্য সচিব রবিউল ইসলাম রবি ও রংপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব আফতাবুজ্জামান সুজন অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন। এ ছাড়াও বিভাগের ৮ জেলা ও ১টি সাংগঠনিক জেলার ছাত্রদল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

রাকিবুল ইসলাম বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্রদলের প্রতিটি ইউনিট অগ্রণী ভূমিকা রেখেছে।”

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “শহীদ আবু সাঈদের কবরের পাশে এই দিনে কোনো ছাত্রসংগঠন না যাওয়া দুঃখজনক। একমাত্র ছাত্রদলই তাঁকে স্মরণ করে ১৬ জুলাই পীরগঞ্জে তাঁর কবর জিয়ারত করেছে।”

গোপালগঞ্জে এনসিপি’র ওপর ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার তীব্র নিন্দা জানিয়ে রাকিব বলেন, “৭১-এর পরাজিত শক্তির ওপর ভর করে বর্তমান সরকার বিভ্রান্তিমূলক রাজনীতি করছে। যারা শহীদ জিয়া ও তারেক রহমানকে নিয়ে কটূক্তি করে, কিন্তু শেখ মুজিবকে নিয়ে কোনো স্লোগান দিতে শোনা যায় না—তাদের উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ।”

তিনি অভিযোগ করে বলেন, “সোশ্যাল মিডিয়ায় একটি গোপন সংগঠন মিথ্যাচারে লিপ্ত হয়ে বিএনপি ও তারেক রহমানকে আক্রমণ করছে। তারা যদি সীমা লঙ্ঘন করে, ছাত্রদলও তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।”

এ সময় তিনি মিডফোর্ট হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেপ্তারের ঘটনাও তুলে ধরেন এবং অভিযোগ করেন, কিছু সংগঠন অতীতে আওয়ামী লীগের সাথে আঁতাত করলেও ছাত্রদল কখনোই তা করেনি।

তিনি সবাইকে ‘ভুল রাজনীতি’র পথ পরিহার করে গণতান্ত্রিক চর্চার আহ্বান জানান।

ট্যাগ :
About Author Information

জনপ্রিয়

পীরগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পুলিশের ১ সদস্যসহ নিহত ২,আহত ৭

শহীদ আবু সাঈদের আত্মত্যাগ ভুলতে দেবে না ছাত্রদল: রাকিবুল ইসলাম রাকিব

প্রকাশিত : ১৬ ঘন্টা আগে

রংপুর, ১৬ জুলাই:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, “যতদিন ছাত্রদল বেঁচে থাকবে, ততদিন বাংলার মাটিতে শহীদ আবু সাঈদের আত্মত্যাগ ভুলতে দেবে না।”

বুধবার (১৬ জুলাই) জাতীয় জুলাই শহীদ দিবস উপলক্ষে রংপুরে আয়োজিত বিভাগীয় ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রংপুর মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম। রংপুর মহানগরের সদস্য সচিব রবিউল ইসলাম রবি ও রংপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব আফতাবুজ্জামান সুজন অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন। এ ছাড়াও বিভাগের ৮ জেলা ও ১টি সাংগঠনিক জেলার ছাত্রদল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

রাকিবুল ইসলাম বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্রদলের প্রতিটি ইউনিট অগ্রণী ভূমিকা রেখেছে।”

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “শহীদ আবু সাঈদের কবরের পাশে এই দিনে কোনো ছাত্রসংগঠন না যাওয়া দুঃখজনক। একমাত্র ছাত্রদলই তাঁকে স্মরণ করে ১৬ জুলাই পীরগঞ্জে তাঁর কবর জিয়ারত করেছে।”

গোপালগঞ্জে এনসিপি’র ওপর ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার তীব্র নিন্দা জানিয়ে রাকিব বলেন, “৭১-এর পরাজিত শক্তির ওপর ভর করে বর্তমান সরকার বিভ্রান্তিমূলক রাজনীতি করছে। যারা শহীদ জিয়া ও তারেক রহমানকে নিয়ে কটূক্তি করে, কিন্তু শেখ মুজিবকে নিয়ে কোনো স্লোগান দিতে শোনা যায় না—তাদের উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ।”

তিনি অভিযোগ করে বলেন, “সোশ্যাল মিডিয়ায় একটি গোপন সংগঠন মিথ্যাচারে লিপ্ত হয়ে বিএনপি ও তারেক রহমানকে আক্রমণ করছে। তারা যদি সীমা লঙ্ঘন করে, ছাত্রদলও তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।”

এ সময় তিনি মিডফোর্ট হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেপ্তারের ঘটনাও তুলে ধরেন এবং অভিযোগ করেন, কিছু সংগঠন অতীতে আওয়ামী লীগের সাথে আঁতাত করলেও ছাত্রদল কখনোই তা করেনি।

তিনি সবাইকে ‘ভুল রাজনীতি’র পথ পরিহার করে গণতান্ত্রিক চর্চার আহ্বান জানান।