হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে শ্রদ্ধা ভালোবাসার ফুলে ভরে উঠে বঙ্গবন্ধুর ম্যুরাল। তারই ধারাবাহিকতায় রংপুর মহানগর যুবলীগের উদ্যোগে পালন করা হয় দিবসটি।
বুধবার (১৭ মার্চ) সকালে রংপুর মহানগর যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে মহানগর যুবলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও দলীয় কার্যালয় হতে একটি মিছিল নগরীর মূল-মূল সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পমাল্য অর্পণ করেন।
এ সময় রংপুর মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মনির বাশার ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেন এর নেতৃত্বে মহানগর ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Leave a Reply