1. [email protected] : Live Rangpur :
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০২:২৪ অপরাহ্ন

নীলফামারী ও পঞ্চগড় জেলায় সার্ভিল্যান্স অভিযান

  • Update Time : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭১৪ Time View
নীলফামারী ও পঞ্চগড় জেলায় সার্ভিল্যান্স অভিযান
নীলফামারী ও পঞ্চগড় জেলায় সার্ভিল্যান্স অভিযান

বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর কর্তৃক নীলফামারী ও প গড় জেলায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা এবং দিনাজপুর জেলার ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য আলামত জব্দ
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। উক্ত সার্ভিল্যান্স অভিযানে-লাইসেন্স গ্রহণের প্রক্রিয়ার জন্য ৭ দিন সময় প্রদান করা হয়েছে এমন প্রতিষ্ঠানগুলো হলো ঃ
১. রাবেয়া ব্রিকস, শখের বাজার, নীলফামারী; ২. সেলিম ব্রিকস (সেলিম), শালহাটি, সদর, নীলফামারী ; ৩. দিনা ব্রিকস, ফকিরগঞ্জ, সদর, নীলফামারী ; ৪. এলটি স্টার ব্রিকস(খঞ*), কুন্দপুকুর, সদর, নীলফামারী; ৫. এস কে বি (ঝকই) ব্রিকস, হাড়োয়া, কুন্দপুকুর, সদর, নীলফামারী; ৬. এফ বি এম ব্রিকস -২ (ঋইগ), বড় করিমপুর, বীরগঞ্জ, দিনাজপুর ; ৭. রেখা অয়েল মিল, কালিগঞ্জ বাজার, দেবিগঞ্জ, প গড় ; ৮. ডি ডি ব্রিকস (উউই), লোহাগাড়া, কালীগঞ্জ বাজার, দেবীগঞ্জ, প গড় ; ৯. এ এম বি ব্রিকস (অগই), বিনয়পুর, কালীগঞ্জ, দেবীগঞ্জ, প গড়; ১০. এম এস বি (গঝই), মৌমারি, কালীগঞ্জ, দেবীগঞ্জ, প গড়; ১১. এ ডি এ, ঝাড়পাড়া, কালীগঞ্জ, দেবীগঞ্জ, প গড়; ১২. জেড এম ই ব্রিকস (তগঊ), বিনয়পুর, কালীগঞ্জ, দেবীগঞ্জ, প গড়; ১৩. এম আর ব্রিকস ম্যানুফ্যাকচারার (গজই), সাদ্দামের মোড়, কালীগঞ্জ, দেবীগঞ্জ, প গড় ; ১৪. শাহীন ব্রিকস (ঝঐঅঐওঘ)-২, মাটিয়ারপাড়া, খোচাবাড়ী, কালীগঞ্জ, দেবীগঞ্জ, প গড় ; ১৫. এম বি ই ব্রিকস (গইঊ), মাটিয়ারপাড়া, খোচাবাড়ী, কালীগঞ্জ, দেবীগঞ্জ, প গড় ; ১৬. শাহীন ব্রিকস (ঝঐঅঐওঘ), ধনমন্ডল, কালীগঞ্জ, দেবীগঞ্জ, প গড়; ১৭. এম বি এ ব্রিকস (গইঅ), লোহাগাড়া, কালীগঞ্জ, দেবীগঞ্জ, প গড়; ১৮. এস বি ব্রিকস (ঝইই), লোহাগাড়া, কালীগঞ্জ, দেবীগঞ্জ, প গড় ; ১৯. জেসিডি ব্রিকস (ঔঈউ), যুদ্ধপাড়া, ব্যাংহারী, দেবীগঞ্জ, প গড় ; ২০. কে এস বি ব্রিকস (কঝই), শিমুলতলী, কালীগঞ্জ, দেবীগঞ্জ, প গড়; ২১. করোতোয়া বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, মহালদার পাড়া, পামুলী, দেবীগঞ্জ, প গড়।
নিয়মিত মামলা প্রদান প্রক্রিয়াধীন : ২২. মেসার্স রিয়াজ নদী এন্টারপ্রাইজ, খামার বিষ্ণুগঞ্জ, খানসামা, দিনাজপুর, প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারীর বিরুদ্ধে পণ্য: সয়াবিন তৈল, উৎপাদন, সংরক্ষণ, বিক্রয় ও বিতরণ করায় বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়মিত মামলা দায়েরের জন্য জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে।

বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের অফিস প্রধান জনাব মফিজ উদ্দিন আহমাদ, উপপরিচালক (মেট্রোলজি) এর নেতৃত্বে উক্ত অভিযানটিতে
আরোও উপস্থিত ছিলেন প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান, সহকারী পরিচালক (সিএম), প্রকৌঃ জুনায়েদ আহমেদ, ফিল্ড অফিসার (সিএম) এবং খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম)।

জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com 0176414680 [email protected]