দিনাজপুরের চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতের নাম আনজুমান আরা, বয়স আনুমানিক ৬০ বছর। তিনি উপজেলার বাসুদেবপুর গ্রামের আফজাল হোসেনের স্ত্রী।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে চিরিরবন্দর রেলস্টেশনের প্ল্যাটফর্মের পাশের রেললাইন পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, তিনি বাসা থেকে মেয়ের জামাইয়ের বাড়িতে যাওয়ার পথে রাস্তা পার হচ্ছিলেন। ঠিক তখনই দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন এসে পড়লে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পরিবারের সদস্যরা জানান, আনজুমান আরা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।
চিরিরবন্দর থানার ওসি আব্দুল ওয়াদুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ এখনও ঘটনাস্থলে রয়েছে। রেলওয়ে পুলিশকে (জিআরপি) জানানো হয়েছে, তারা এসে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে।