রংপুর , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শহীদ আবু সাঈদের সমাধিতে বাসদ(মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের শ্রদ্ধাজ্ঞাপন র‌্যাব-১৩ এর অভিযানে মাদকব্যবসায়ী গ্রেফতার রংপুরে বৃষ্টিকে উপেক্ষা করে মহানগর যুবদলের বিক্ষোভ পীরগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পুলিশের ১ সদস্যসহ নিহত ২,আহত ৭ শহীদ আবু সাঈদের আত্মত্যাগ ভুলতে দেবে না ছাত্রদল: রাকিবুল ইসলাম রাকিব বাসদ (মার্কসবাদী)’র উদ্যোগে আবু সাঈদের মৃত্যুদিবসে শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত র‌্যাবের যৌথ অভিযানে গংগাচড়ার অপহরণ মামলার আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার শহীদ আবু সাঈদের স্মরণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শোক র‍্যালি রংপুরে জুলাই শহীদ দিবস পালিত রংপুরে শ্যামাসুন্দরী খাল পরিদর্শনে উপদেষ্টা রিজওয়ানা হাসান

শহীদ আবু সাঈদের স্মরণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শোক র‍্যালি

  • Reporter Name
  • প্রকাশিত : ০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ৪৪ বার পাঠ করা হয়েছে

শহীদ আবু সাঈদের স্মরণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শোক র‍্যালি

খালিদ ইবনে আহসান, ক্যাম্পাস প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ১৬ জুলাই সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোক র‍্যালি অনুষ্ঠিত হয়। গত বছরের এই দিনে, ২০২৪ সালের ১৬ জুলাই, জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শোক র‍্যালির সূচনা হয়।

শহীদ আবু সাঈদের স্মরণে আয়োজিত এই র‍্যালিতে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ শওকত আলী, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ছাত্র উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষকবৃন্দ। এছাড়াও সকল বিভাগের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ ব্যানার নিয়ে র‍্যালিতে অংশগ্রহণ করেন।

র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে নগরীর মর্ডান মোড় হয়ে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফিরে আসে। পুরো র‍্যালি জুড়ে ‘শহীদ আবু সাঈদ’–এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় অংশগ্রহণকারীদের।”লাল সবুজের পতাকায়, সাঈদ তোমায় দেখা যায়”, ” আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ” সহ আরও নানা স্লোগানে মুখরিত হয় পুরো র‍্যালি।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলন চলাকালীন সময়ে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ। অধিকার আদায়ের এই আন্দোলনে অসম সাহসের সাথে পুলিশের গুলির সামনে বুক পেতে দেন তিনি। আজ আবু সাঈদ দেশবাসীর নিকট এক চেতনার নাম। তার বীরগাথাকে স্মরণ করতে তার প্রথম মৃত্যুবার্ষিকীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শোক র‍্যালি ছাড়াও আলোচনা সভাসহ আরও নানা কর্মসূচী গ্রহণ করেন।

About Author Information

জনপ্রিয়

শহীদ আবু সাঈদের সমাধিতে বাসদ(মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের শ্রদ্ধাজ্ঞাপন

শহীদ আবু সাঈদের স্মরণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শোক র‍্যালি

প্রকাশিত : ০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

খালিদ ইবনে আহসান, ক্যাম্পাস প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ১৬ জুলাই সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোক র‍্যালি অনুষ্ঠিত হয়। গত বছরের এই দিনে, ২০২৪ সালের ১৬ জুলাই, জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শোক র‍্যালির সূচনা হয়।

শহীদ আবু সাঈদের স্মরণে আয়োজিত এই র‍্যালিতে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ শওকত আলী, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ছাত্র উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষকবৃন্দ। এছাড়াও সকল বিভাগের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ ব্যানার নিয়ে র‍্যালিতে অংশগ্রহণ করেন।

র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে নগরীর মর্ডান মোড় হয়ে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফিরে আসে। পুরো র‍্যালি জুড়ে ‘শহীদ আবু সাঈদ’–এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় অংশগ্রহণকারীদের।”লাল সবুজের পতাকায়, সাঈদ তোমায় দেখা যায়”, ” আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ” সহ আরও নানা স্লোগানে মুখরিত হয় পুরো র‍্যালি।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলন চলাকালীন সময়ে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ। অধিকার আদায়ের এই আন্দোলনে অসম সাহসের সাথে পুলিশের গুলির সামনে বুক পেতে দেন তিনি। আজ আবু সাঈদ দেশবাসীর নিকট এক চেতনার নাম। তার বীরগাথাকে স্মরণ করতে তার প্রথম মৃত্যুবার্ষিকীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শোক র‍্যালি ছাড়াও আলোচনা সভাসহ আরও নানা কর্মসূচী গ্রহণ করেন।