রংপুর , শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অকাল মৃত্যু ঠেকাতে আইনের সংস্কার জরুরি রংপুরে ওয়ার্ড যুবদলের আঞ্চলিক কমিটির কর্মীসভা অনুষ্ঠিত হরিপরে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী যুবক নিহত আশুলিয়ায় র‍্যাবের অভিযানে অপহরণ মামলার প্রধান আসামী গ্রেফতার, কিশোরী উদ্ধার বিরামপুরে র‍্যাবের অভিযানে ২০১ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোবিন্দগঞ্জে র‌্যাব-১৩ এর অভিযানে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার রংপুরে র‌্যাব-১৩ এর অভিযানে ৫৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রংপুরে ছাত্রীনিবাস থেকে বেরোবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু পার্বতীপুরে র‌্যাবের অভিযানে ১৪৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
র‍্যাব-১৩ ও র‍্যাব-৪ এর যৌথ অভিযান

গাইবান্ধার চাঞ্চল্যকর হত্যা মামলার ৫ আসামি ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার

  • Reporter Name
  • প্রকাশিত : ০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ৪৭ বার পাঠ করা হয়েছে

গাইবান্ধার চাঞ্চল্যকর হত্যা মামলার ৫ আসামি ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার একটি চাঞ্চল্যকর হত্যা মামলার পাঁচ আসামিকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব-১৩, সদর কোম্পানি, রংপুর এবং র‍্যাব-৪, সিপিসি-২, সাভার ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২ জুলাই) রাতে এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ সাত্তার আলী (৩৫),
২. মোঃ আক্তারুল মিয়া (৩২),
৩. মোছাঃ মনি বেগম (৩০),
৪. মোঃ মতলব আলী (৬৫),
৫. মোছাঃ লতিফুল বেগম (৫৬)।
তারা সবাই গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুর (মৎস্য খামার, কছিম বাজার) এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, গত ১০ জুন সকাল ৯টার দিকে এজাহারনামীয় প্রধান আসামি লতিফ মিয়া তার স্ত্রীকে হাত-পা বেঁধে গলার পাশ দিয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়ভাবে চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। নিহতের বোন বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি সুন্দরগঞ্জ থানায় ১১ জুন রুজু হয় (মামলা নম্বর ১০/১১-০৬-২০২৫, ধারা ৩০২/৩৪ দণ্ডবিধি)।

র‍্যাব-১৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’—এই মূলমন্ত্রকে ধারণ করে র‍্যাব সব সময় সন্ত্রাস, মাদক, হত্যা ও চাঞ্চল্যকর অপরাধ দমনে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় হত্যাকাণ্ডের ঘটনায় পলাতক আসামিদের গ্রেফতার করা সম্ভব হয়েছে।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব। তাদেরকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
About Author Information

জনপ্রিয়

অকাল মৃত্যু ঠেকাতে আইনের সংস্কার জরুরি

র‍্যাব-১৩ ও র‍্যাব-৪ এর যৌথ অভিযান

গাইবান্ধার চাঞ্চল্যকর হত্যা মামলার ৫ আসামি ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার

প্রকাশিত : ০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার একটি চাঞ্চল্যকর হত্যা মামলার পাঁচ আসামিকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব-১৩, সদর কোম্পানি, রংপুর এবং র‍্যাব-৪, সিপিসি-২, সাভার ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২ জুলাই) রাতে এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ সাত্তার আলী (৩৫),
২. মোঃ আক্তারুল মিয়া (৩২),
৩. মোছাঃ মনি বেগম (৩০),
৪. মোঃ মতলব আলী (৬৫),
৫. মোছাঃ লতিফুল বেগম (৫৬)।
তারা সবাই গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুর (মৎস্য খামার, কছিম বাজার) এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, গত ১০ জুন সকাল ৯টার দিকে এজাহারনামীয় প্রধান আসামি লতিফ মিয়া তার স্ত্রীকে হাত-পা বেঁধে গলার পাশ দিয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়ভাবে চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। নিহতের বোন বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি সুন্দরগঞ্জ থানায় ১১ জুন রুজু হয় (মামলা নম্বর ১০/১১-০৬-২০২৫, ধারা ৩০২/৩৪ দণ্ডবিধি)।

র‍্যাব-১৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’—এই মূলমন্ত্রকে ধারণ করে র‍্যাব সব সময় সন্ত্রাস, মাদক, হত্যা ও চাঞ্চল্যকর অপরাধ দমনে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় হত্যাকাণ্ডের ঘটনায় পলাতক আসামিদের গ্রেফতার করা সম্ভব হয়েছে।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব। তাদেরকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।