রংপুর প্রতিনিধি ❐
বিএসটিআই আইন-২০১৮ এর ১৫ ও ২১ ধারা লঙ্ঘনের অভিযোগে রংপুরের তারাগঞ্জ উপজেলার চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার রংপুর জেলার বিভিন্ন উপজেলায় বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের সার্ভিল্যান্স অভিযানে এসব অনিয়ম ধরা পড়ে। এরপর বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, রংপুরে সংশ্লিষ্ট চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
মামলাভুক্ত প্রতিষ্ঠানগুলো হলো:
১. মো. মাসুম সরওয়ার সোহেল পাটোয়ারী, প্রমি আইসক্রিম ফ্যাক্টরি, গরুহাটি, তারাগঞ্জ, পণ্য: আইসক্রিম
২. মো. আব্দুল মোমিন, আজমেরী বেকারি, নতুন চৌপথী, তারাগঞ্জ, পণ্য: ব্রেড
৩. খোকন সরকার, তুবা দই অ্যান্ড আইসক্রিম ফ্যাক্টরি, মডেলপাড়া, তারাগঞ্জ, পণ্য: আইসক্রিম
৪. মো. আব্দুর রশিদ, চয়েস আইসক্রিম, মডেলপাড়া, তারাগঞ্জ, পণ্য: আইসক্রিম
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের কর্মকর্তারা জানান, জনস্বার্থে নিয়মিতভাবে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।