গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) এক বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বুধবার (২ জুলাই) বিকেল ৫টা ৩০ মিনিটে ডিবির এসআই (নিঃ) প্রণয় কৃষ্ণ মন্ডল সঙ্গীয় ফোর্সসহ রংপুর মহানগরীর তাজহাট থানাধীন ২৮ নম্বর ওয়ার্ডের আশরতপুর চিনিরা পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানটি সিদ্দিক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের পাশে জনৈক ইনু মিয়ার পতিত জমির সামনের পাকা রাস্তার ওপর পরিচালিত হয়।
অভিযানে গ্রেফতার করা হয় মোঃ মামুন মিয়া (২৫) নামের এক যুবককে। তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট থানাধীন ছিনাই ইউনিয়নের মহিধর খন্ডক্ষেত্র গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ আইয়ুব আলী ও মাতার নাম মোছাঃ আলেয়া বেগম।
গ্রেফতারের সময় তার হেফাজত হতে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।