আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ৮৬তম জন্মদিন। ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। দেড় দশক ধরে তার জন্মদিনকে বৈশ্বিকভাবে পালন করা হয় সামাজিক ব্যবসা দিবস হিসেবে।
দেশে সরকারপ্রধানদের জন্মদিন সরকারি-বেসরকারি ও রাজনৈতিকভাবে ঘটা করে উদযাপন করা হয়েছে আগে। কিন্তু প্রধান উপদেষ্টা ড. ইউনূসের জন্মদিন উপলক্ষে সরকারি কোনো কর্মসূচির কথা জানা যায়নি।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সরকারি পর্যায়ে প্রধান উপদেষ্টার জন্মদিন উদযাপন করা হবে না।
গতকাল শুক্রবার ঢাকার সাভারের জিরাবো সামাজিক কনভেনশন সেন্টারে দুই দিনের ‘সোশ্যাল বিজনেস ডে’ শুরু হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকলেও প্রধান উপদেষ্টার জন্মদিন উদযাপন সংক্রান্ত কোনো আয়োজন ছিল না।
অর্থনীতিবিদ ড. ইউনূসের দারিদ্র্য দূরীকরণে জামানতবিহীন ক্ষুদ্র ঋণের ব্যাংকিং তাকে দুনিয়াজুড়ে খ্যাতি দিয়েছে। তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকও নোবেল জয়ী। তার জন্মদিনকে বৈশ্বিকভাবে পালন করা হয় সামাজিক ব্যবসা দিবস হিসেবে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওযামী লীগ সরকারের পতন হলে ছাত্রনেতাদের অনুরোধে ৮ আগস্ট দেশ পরিচালনার দায়িত্ব নেন অধ্যাপক ইউনূস। ভেঙে পড়া আইনশৃঙ্খলা, বিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধারের কাজ করছে তার সরকার।