পঞ্চগড়ের দেবীগঞ্জে টিনের দরজায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিদ্ধার্থ রায় (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।বুধবার (২৫ জুন) সকালে দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের মৌমারী হাকিমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত শিশু হাকিমপুর এলাকার সতেন্দ্রনাথ রায়ের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে খেলাধুলা করছিল সিদ্ধার্থ। একপর্যায়ে সবার অজান্তে সে বসতভিটার পশ্চিম পাশে থাকা ঘরের টিনের দরজার কাছে যায়। ওই সময় দরজায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে যায় সে।
পরে শিশুটির মা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করলে পরিবারের লোকজন ছুটে আসে। স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, ঘরের ভেতরে বিদ্যুৎ সংযোগ নিতে টিনের দরজার ওপর দিয়ে তার টানা হয়েছিল। সেই তার লিক হয়ে টিনের দরজায় স্পর্শ করায় বিদ্যুতায়িত হয়ে পড়ে। শিশুটি দরজাটি স্পর্শ করলে সঙ্গে সঙ্গে এ দুর্ঘটনা ঘটে।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।”