পঞ্চগড়ের তিনটি সীমান্ত দিয়ে ১৮ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২৫ জুন) ভোরে তেঁতুলিয়া ও পঞ্চগড় সদর উপজেলার তিনটি সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয়। বিজিবি তাদের আটক করেছে। পরে আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
আটককৃতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। তারা সবাই বাংলাদেশের নাগরিক। দীর্ঘদিন ধরে তারা ভারতে শ্রমিক ও দিনমজুর হিসেবে কাজ করছিলেন।
বিজিবি সূত্রে জানা যায়, পঞ্চগড় ১৮ বিজিবির ভজনপুর বিওপির টহল দল ধানশুকা এলাকা থেকে বাংলাদেশে প্রবেশের দায়ে পাঁচজনকে আটক করে। বিএসএফের ৪৬ ব্যাটলিয়নের ট্যাপরাভিটা ক্যাম্পের সদস্যরা মেইন পিলার ৭৪১ এর ৪ নম্বর সাব পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয়।