রংপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
আব্দুল্লাহ আল আমিন::
আগামী ২০ জুন শুক্রবার বিকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণ সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখা। বুধবার (১৮ জুন) বিকালে নগরীর সিটি পার্ক মার্কেট’র আইএবি মিলনায়তনের ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন মহানগর শাখার সাধারণ সম্পাদক আমিরুজ্জামান পিয়াল।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের শুক্রবারের গণ সমাবেশে ইসলামি আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর(শায়েখে চরমোনাই) সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও উপস্হিত থেকে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ রংপুর মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দ।
এ সময় পিয়াল বলেন, গণ সমাবেশে রংপুর জেলার ৬টি আসনের সংসদ নির্বাচনের প্রার্থীর নাম ঘোষনা হতে পারে। আমরা আশা করছি এবারের নির্বাচন সুস্হ হবে। তাই আমাদের দল সকল প্রকার প্রস্তুতি নিচ্ছে।
তিনি আরো বলেন, আমাদের গণ সমাবেশ সফল কররা লক্ষ্যে আগামী বৃহস্পতিবার সকাল ১১ টায় র্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে ও সমাবেশ শেষে রংপুরের সকল দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন নায়েবে আমীর।
এ সময় উপস্হিত ছিলে মহানগর সভাপতি ও মিডিয়া সমন্বয়ক জয়নাল আহমেদসহ নেতৃবৃন্দ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।