রংপুর , শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আশুলিয়ায় র‍্যাবের অভিযানে অপহরণ মামলার প্রধান আসামী গ্রেফতার, কিশোরী উদ্ধার বিরামপুরে র‍্যাবের অভিযানে ২০১ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোবিন্দগঞ্জে র‌্যাব-১৩ এর অভিযানে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার রংপুরে র‌্যাব-১৩ এর অভিযানে ৫৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রংপুরে ছাত্রীনিবাস থেকে বেরোবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু পার্বতীপুরে র‌্যাবের অভিযানে ১৪৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পীরগঞ্জে আখিরা নদী থেকে রিকশা চালকের মরদেহ উদ্ধার রংপুরে আদিবাসী স্কুলে স্কুল ড্রেস ও পেয়ারা চারা বিতরণ রিয়েলমি ১২-তে হট অফার,৩০০০ টাকার অবিশ্বাস্য মূল্যছাড়!

শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ,রংপুরের শিশু নিকেতন স্কুলে ২১ দফা দাবি পেশ

  • Reporter Name
  • প্রকাশিত : ০৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ১৩৪ বার পাঠ করা হয়েছে

শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ – রংপুরের শিশু নিকেতন স্কুলে ২১ দফা দাবি পেশ

রংপুর প্রতিনিধি:
রংপুর নগরীর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান শিশু নিকেতন স্কুলে বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সোমবার (৭ জুলাই) দুপুরে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

বিক্ষোভে নেতৃত্ব দেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও সমাজকর্মী জামিল হোসেন,সিজানসহ অন্যান্যরা। তার আহ্বানে বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে একটি ২১ দফা দাবিনামা বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পেশ করা হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নানা ধরনের আর্থিক ও প্রশাসনিক অনিয়ম চলছে। শিক্ষকদের বিরুদ্ধে অবহেলা, অনৈতিক লেনদেন, অতিরিক্ত ফি আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তারা বলেন, এসব বিষয়ে বারবার জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বলেন, “আমরা ন্যায্য শিক্ষা ও স্বচ্ছ পরিচালনা চাই। স্কুলে দুর্নীতি চলবে না।”

পরে প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক শিক্ষার্থীদের দাবিপত্র গ্রহণ করেন। সাংবাদিকদের তিনি বলেন, “আমরা এই বিক্ষোভ সম্পর্কে আগে কিছুই জানতাম না। তবে শিক্ষার্থীদের দাবিগুলো বিবেচনায় নেওয়া হবে।”

ঘটনার পর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম  শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করে জানান, “আগামী তিন কার্যদিবসের মধ্যে ২১ দফা দাবির বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। জেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।”

স্থানীয় অভিভাবক ও সচেতন মহল এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং বিদ্যালয়ের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন।

ট্যাগ :
About Author Information

জনপ্রিয়

আশুলিয়ায় র‍্যাবের অভিযানে অপহরণ মামলার প্রধান আসামী গ্রেফতার, কিশোরী উদ্ধার

শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ,রংপুরের শিশু নিকেতন স্কুলে ২১ দফা দাবি পেশ

প্রকাশিত : ০৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ – রংপুরের শিশু নিকেতন স্কুলে ২১ দফা দাবি পেশ

রংপুর প্রতিনিধি:
রংপুর নগরীর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান শিশু নিকেতন স্কুলে বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সোমবার (৭ জুলাই) দুপুরে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

বিক্ষোভে নেতৃত্ব দেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও সমাজকর্মী জামিল হোসেন,সিজানসহ অন্যান্যরা। তার আহ্বানে বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে একটি ২১ দফা দাবিনামা বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পেশ করা হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নানা ধরনের আর্থিক ও প্রশাসনিক অনিয়ম চলছে। শিক্ষকদের বিরুদ্ধে অবহেলা, অনৈতিক লেনদেন, অতিরিক্ত ফি আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তারা বলেন, এসব বিষয়ে বারবার জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বলেন, “আমরা ন্যায্য শিক্ষা ও স্বচ্ছ পরিচালনা চাই। স্কুলে দুর্নীতি চলবে না।”

পরে প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক শিক্ষার্থীদের দাবিপত্র গ্রহণ করেন। সাংবাদিকদের তিনি বলেন, “আমরা এই বিক্ষোভ সম্পর্কে আগে কিছুই জানতাম না। তবে শিক্ষার্থীদের দাবিগুলো বিবেচনায় নেওয়া হবে।”

ঘটনার পর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম  শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করে জানান, “আগামী তিন কার্যদিবসের মধ্যে ২১ দফা দাবির বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। জেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।”

স্থানীয় অভিভাবক ও সচেতন মহল এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং বিদ্যালয়ের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন।