রংপুর , শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আশুলিয়ায় র‍্যাবের অভিযানে অপহরণ মামলার প্রধান আসামী গ্রেফতার, কিশোরী উদ্ধার বিরামপুরে র‍্যাবের অভিযানে ২০১ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোবিন্দগঞ্জে র‌্যাব-১৩ এর অভিযানে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার রংপুরে র‌্যাব-১৩ এর অভিযানে ৫৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রংপুরে ছাত্রীনিবাস থেকে বেরোবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু পার্বতীপুরে র‌্যাবের অভিযানে ১৪৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পীরগঞ্জে আখিরা নদী থেকে রিকশা চালকের মরদেহ উদ্ধার রংপুরে আদিবাসী স্কুলে স্কুল ড্রেস ও পেয়ারা চারা বিতরণ রিয়েলমি ১২-তে হট অফার,৩০০০ টাকার অবিশ্বাস্য মূল্যছাড়!

রংপুরে ক্লিনিকে অভিযান অপারেশন থিয়েটার সিলগালা,জরিমানা ৪ লাখ টাকা

  • Reporter Name
  • প্রকাশিত : ১০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ৩৭৩ বার পাঠ করা হয়েছে

রংপুরে ক্লিনিকে অভিযান অপারেশন থিয়েটার সিলগালা,জরিমানা ৪ লাখ টাকা

রংপুর প্রতিনিধি:

রংপুরে অননুমোদিত ও অনিয়মতান্ত্রিকভাবে পরিচালিত চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও সিভিল সার্জনের কার্যালয়। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে নগরীর ধাপ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দুটি বেসরকারি ক্লিনিকে চার লাখ টাকা জরিমানা আদায় এবং অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন রংপুর জেলার সিভিল সার্জন ডা. শাহী সুলতানা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান

অভিযানে স্বাস্থ্যবিধি লঙ্ঘন, অনুমোদন ছাড়াই অপারেশন থিয়েটার পরিচালনা, অদক্ষ ও প্রশিক্ষণহীন জনবল দিয়ে চিকিৎসাসেবা প্রদান, জীবাণুনাশক ব্যবস্থা না রাখা, এবং লাইসেন্স নবায়ন না করার মতো একাধিক গুরুতর অনিয়ম ধরা পড়ে।

রংপুরে ক্লিনিকে অভিযান অপারেশন থিয়েটার সিলগালা,জরিমানা ৪ লাখ টাকা
রংপুরে ক্লিনিকে অভিযান অপারেশন থিয়েটার সিলগালা,জরিমানা ৪ লাখ টাকা

ক্লিনিক দুটির নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করা না হলেও, তদন্তে তাদের চিকিৎসা পরিবেশ ও সেবাদান পদ্ধতি স্বাস্থ্যবিধি পরিপন্থী বলে প্রমাণিত হয়। অভিযানে ক্লিনিকগুলোর অপারেশন থিয়েটার সিলগালা করে দেওয়া হয় এবং ৪ লাখ টাকা জরিমানা করা হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

সিভিল সার্জন ডা. শাহী সুলতানা জানান, “রোগীদের জীবন নিয়ে যেন কেউ ব্যবসা না করতে পারে, সে লক্ষ্যেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। কোনো প্রতিষ্ঠান অনুমোদন ও মান নিয়ন্ত্রণ ছাড়াই চিকিৎসাসেবা দিতে পারবে না।”

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান বলেন, “জনস্বার্থে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলবে। ভবিষ্যতে কেউ অননুমোদিত ও অনিয়মতান্ত্রিক স্বাস্থ্যসেবা প্রদান করলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় জনগণ ও সুশীল সমাজ প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছে, রংপুরের স্বাস্থ্যখাতকে রক্ষা করতে এ ধরনের অভিযান আরও বাড়ানো দরকার।

ট্যাগ :
About Author Information

জনপ্রিয়

আশুলিয়ায় র‍্যাবের অভিযানে অপহরণ মামলার প্রধান আসামী গ্রেফতার, কিশোরী উদ্ধার

রংপুরে ক্লিনিকে অভিযান অপারেশন থিয়েটার সিলগালা,জরিমানা ৪ লাখ টাকা

প্রকাশিত : ১০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

রংপুর প্রতিনিধি:

রংপুরে অননুমোদিত ও অনিয়মতান্ত্রিকভাবে পরিচালিত চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও সিভিল সার্জনের কার্যালয়। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে নগরীর ধাপ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দুটি বেসরকারি ক্লিনিকে চার লাখ টাকা জরিমানা আদায় এবং অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন রংপুর জেলার সিভিল সার্জন ডা. শাহী সুলতানা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান

অভিযানে স্বাস্থ্যবিধি লঙ্ঘন, অনুমোদন ছাড়াই অপারেশন থিয়েটার পরিচালনা, অদক্ষ ও প্রশিক্ষণহীন জনবল দিয়ে চিকিৎসাসেবা প্রদান, জীবাণুনাশক ব্যবস্থা না রাখা, এবং লাইসেন্স নবায়ন না করার মতো একাধিক গুরুতর অনিয়ম ধরা পড়ে।

রংপুরে ক্লিনিকে অভিযান অপারেশন থিয়েটার সিলগালা,জরিমানা ৪ লাখ টাকা
রংপুরে ক্লিনিকে অভিযান অপারেশন থিয়েটার সিলগালা,জরিমানা ৪ লাখ টাকা

ক্লিনিক দুটির নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করা না হলেও, তদন্তে তাদের চিকিৎসা পরিবেশ ও সেবাদান পদ্ধতি স্বাস্থ্যবিধি পরিপন্থী বলে প্রমাণিত হয়। অভিযানে ক্লিনিকগুলোর অপারেশন থিয়েটার সিলগালা করে দেওয়া হয় এবং ৪ লাখ টাকা জরিমানা করা হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

সিভিল সার্জন ডা. শাহী সুলতানা জানান, “রোগীদের জীবন নিয়ে যেন কেউ ব্যবসা না করতে পারে, সে লক্ষ্যেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। কোনো প্রতিষ্ঠান অনুমোদন ও মান নিয়ন্ত্রণ ছাড়াই চিকিৎসাসেবা দিতে পারবে না।”

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান বলেন, “জনস্বার্থে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলবে। ভবিষ্যতে কেউ অননুমোদিত ও অনিয়মতান্ত্রিক স্বাস্থ্যসেবা প্রদান করলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় জনগণ ও সুশীল সমাজ প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছে, রংপুরের স্বাস্থ্যখাতকে রক্ষা করতে এ ধরনের অভিযান আরও বাড়ানো দরকার।