রংপুরের তারাগঞ্জ উপজেলায় রবিবার (৬ জুলাই) নদীতে গোসল করতে নেমে এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে।জানা গেছে, রবিবার মোঃ তাসিন আহম্মেদ (১২) নামের কিশোরটি বন্ধুদের সাথে উপজেলার সয়ার ইউনিয়নের ধোলাইঘাট এলাকার চিকলী নদীতে গোসল করতে নামে। গোসল করতে করতে অনেক সময় ওই কিশোরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তাকে দেখতে না পেয়ে তার বন্ধুরা ও আশপাশের লোকজন ছুটে এসে তাকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।
নিহত তাসিনের বাড়ি তারাগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী উপজেলা বদরগঞ্জের মাদারগঞ্জ এলাকায়। তার বাবার নাম মোঃ জিয়ারুল ইসলাম। তিনি মাদারগঞ্জ বাজারে চায়ের দোকান করেন।
ধোলাইঘাট এলাকার স্থানীয় বাসিন্দা সত্যজিৎ রায় বলেন, ছেলেটি খুব ভালো ছিল। তার এই আকস্মিক মৃত্যুতে আমাদের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।