রংপুরের কাউনিয়ায় দিনাজপুরের বিরল থেকে লালমনিরহাট গামী ৬২ কমিনিউটার ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে কমপক্ষে ২৫ যাত্রী আহত হবার খবর পাওয়া গেছে। এঘটনায় প্রায় দেড় ঘণ্টা রেল যোগযোগ বন্ধ ছিল। রোববার বিকাল ৩টার দিকে কাউনিয়া রেলস্টেশনে এই লাইনচ্যুতের ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শিরা বলেন, দিনাজপুরের বিরল থেকে ছেড়ে আসা লালমনির হাট গামী কমিউটার ট্রেনটি বিকাল সাড়ে ৩টার দিকে কাউনিয়া রেল স্টেশনের পশ্চিম কেবিনে পৌঁছা মাত্র বিকট শব্দ করেওঠে।
এ সময় ইঞ্জিনের পিছনের একটি বগির পর দুটি বগি লাইনচ্যুত হয়। চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে কমপক্ষে ২০ যাত্রী ফুলা- জখম আহত হয়।
Leave a Reply