টাকা না দেয়ায় রংপুরে এক হোমিওপ্যাথিক চিকিৎসককে মাদক ব্যবসায়ী বানানোর অভিযোগ উঠেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিরুদ্ধে। আজ দুপুরে রংপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন আসাদুজ্জামান মন্ডল নামে এক হোমিওপ্যাথিক চিকিৎসক।
ওই চিকিৎসক অভিযোগ করেন, মাসোহারা না দেয়ায় রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মাহাবুর ও এসআই তৌহিদুল ইসলাম যোগসাজশে সরকার অনুমোদিত হোমিও ওষুধ জব্দ করে চোলাই মদ দেখিয়ে মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়েছেন।
এসময় তিনি হয়রানি ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ জড়িত কর্মকর্তা কর্মচারিদের শাস্তির দাবী জানান। সংবাদ সম্মেলনে বাংলাদেশ হোমিওপ্যাথিক ছাত্র অধিকার সংগঠনের বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply