নাহিদ ইসলাম বলেছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গ্রেনেড হামলা চালাচ্ছে, যা আর মেনে নেয়া হবে না। সীমান্তে আগ্রাসন ও দমননীতি রোধ করতে তাদের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তিনি জানান, ‘সীমান্তে পাঁয়তারার দিন শেষ, যদি আবার আগ্রাসন হয়, আমরা লংমার্চ করব এবং আমাদের সীমান্ত রক্ষা করব।’
তিনি বলেন, তারা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ইনসাফভিত্তিক, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন। চাঁপাইনবাবগঞ্জ দীর্ঘদিন ধরে স্বাস্থ্য, শিক্ষা ও রেলযোগাযোগসহ উন্নয়ন থেকে বঞ্চিত; এখানে বৈষম্য দূর করা প্রয়োজন।
নাহিদ ইসলাম আরও বলেন, বিগত সরকার এ এলাকায় উন্নয়ন করেনি, তাই নতুন সরকারের মাধ্যমে পরিবর্তন আনতে পদযাত্রা শুরু করেছেন। এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে নতুন রাজনীতির ধারনা ও আশা-আকাঙ্ক্ষা তুলে ধরছেন তারা।