লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলায় র্যাব-১৩ এর অভিযানে ১৯৯ বোতল ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য CHOCO+ জব্দ করা হয়েছে। এসময় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৩ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, “বাংলাদেশ আমার অহংকার” স্লোগানকে ধারণ করে এলিট ফোর্স র্যাব সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান চালিয়ে আসছে। র্যাব-১৩ মাদক নির্মূলের লক্ষ্যে নিয়মিতভাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ, অভিযান এবং চেকপোস্ট পরিচালনা করে থাকে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) বিকাল সাড়ে ৫টার দিকে র্যাব-১৩ সদর কোম্পানির একটি টিম কালিগঞ্জ থানার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশহাজারী গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় স্থানীয় বাসিন্দা মোঃ শরিফুল আলম (৪০), পিতা—মৃত আলাউদ্দিনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
অভিযান চলাকালে শরিফুলের শয়নকক্ষের খাটের নিচে প্লাস্টিকের বস্তায় রাখা ১৯৯ বোতল CHOCO+ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সু-কৌশলে সরবরাহ করে আসছিল। অভিনব কৌশলে মাদক পরিবহন ও ব্যবসা পরিচালনা ছিল তার মূল পদ্ধতি।
গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ আরও জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রকিবুল ইসলাম রুবেল/লালমনিরহাট 


























