বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে রংপুর–ঢাকা বাস সার্ভিসের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) লালমনিরহাটের ৩৪ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এই বাস সার্ভিসের যাত্রা শুরু করেন রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস।
বাংলাদেশ আনসার–গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর ওয়েলফেয়ার ট্রাস্ট, খিলগাঁও, ঢাকার ব্যবস্থাপনায় চালু হওয়া এই ৪২ সিট বিশিষ্ট বাসটি রংপুর রেঞ্জের তিনটি ব্যাটালিয়ন ও আট জেলার আনসার–ভিডিপি বাহিনীর কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করবে। ছুটি বা নাইট পাসের যাত্রীদেরও এ সার্ভিসে নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা থাকবে।
সাপ্তাহিক এই বাস সার্ভিসের রুটিন অনুযায়ী—
প্রতি বৃহস্পতিবার অপরাহ্নে রংপুর থেকে ঢাকা এবং
শনিবার ঢাকা থেকে রংপুরে ফিরতি যাত্রা সম্পন্ন হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে দরবারে বক্তব্য দিতে গিয়ে উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বলেন,
“আনসার–ভিডিপি কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এই বাস সার্ভিস চালু হওয়া একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ কার্যকর ও সময়োপযোগী ব্যবস্থার জন্য বাহিনীর মহাপরিচালককে আন্তরিক ধন্যবাদ জানাই।”
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোঃ কামারুজ্জামান, কুড়িগ্রাম জেলা কমান্ড্যান্ট এ এস এম সাখাওয়াত হোসেন, রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম, লালমনিরহাট জেলা কমান্ড্যান্ট মোঃ শহিদুল ইসলাম, বিভিন্ন ব্যাটালিয়নের কর্মকর্তা-কর্মচারী, ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার এবং ভিডিপি সদস্যরা।

Reporter Name 


























