রংপুর , মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কালিগঞ্জে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৫ হাজার টাকা

  • Reporter Name
  • প্রকাশিত : ১২:১২ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ১৪৮ বার পাঠ করা হয়েছে

কালিগঞ্জে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৫ হাজার টাকা

লালমনিরহাট প্রতিনিধি ॥
ওজন ও পরিমাপ, পণ্যের মোড়কজাতকরণ এবং গুণগতমান নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রংপুর বিভাগীয় কার্যালয়।

বুধবার (২২ অক্টোবর ২০২৫) উপজেলা প্রশাসন, কালিগঞ্জ ও বিএসটিআই রংপুর কার্যালয়ের যৌথ উদ্যোগে লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মেসার্স কাব্য দিগন্ত ফিলিং স্টেশন, কাশিরাম, কালিগঞ্জকে জ্বালানি তেল (পেট্রোল) পরিমাপে প্রতি ১০ লিটারে ৬০ মিলিলিটার কম প্রদানের অভিযোগে “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮” এর ২৯/৪৬ ধারা অনুযায়ী এবং অবৈধ/মেয়াদোত্তীর্ণ আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদ ব্যবহার করায় একই আইনের ৩২(৩)/৪৮ ধারা অনুযায়ী মোট ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মেহদি ইমাম। বিএসটিআই’র পক্ষে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) খন্দকার মোঃ জামিনুর রহমান এবং পরিদর্শক (মেট্রোলজি) মোঃ নাসির উদ্দিন।

এছাড়া কালিগঞ্জ কাঁচাবাজারে মুরগি, মাছ ও সবজির দোকানে ব্যবহৃত সব ওজনযন্ত্র পরীক্ষা করে সঠিক পাওয়া যায়।

বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

About Author Information

কালিগঞ্জে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৫ হাজার টাকা

প্রকাশিত : ১২:১২ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

লালমনিরহাট প্রতিনিধি ॥
ওজন ও পরিমাপ, পণ্যের মোড়কজাতকরণ এবং গুণগতমান নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রংপুর বিভাগীয় কার্যালয়।

বুধবার (২২ অক্টোবর ২০২৫) উপজেলা প্রশাসন, কালিগঞ্জ ও বিএসটিআই রংপুর কার্যালয়ের যৌথ উদ্যোগে লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মেসার্স কাব্য দিগন্ত ফিলিং স্টেশন, কাশিরাম, কালিগঞ্জকে জ্বালানি তেল (পেট্রোল) পরিমাপে প্রতি ১০ লিটারে ৬০ মিলিলিটার কম প্রদানের অভিযোগে “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮” এর ২৯/৪৬ ধারা অনুযায়ী এবং অবৈধ/মেয়াদোত্তীর্ণ আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদ ব্যবহার করায় একই আইনের ৩২(৩)/৪৮ ধারা অনুযায়ী মোট ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মেহদি ইমাম। বিএসটিআই’র পক্ষে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) খন্দকার মোঃ জামিনুর রহমান এবং পরিদর্শক (মেট্রোলজি) মোঃ নাসির উদ্দিন।

এছাড়া কালিগঞ্জ কাঁচাবাজারে মুরগি, মাছ ও সবজির দোকানে ব্যবহৃত সব ওজনযন্ত্র পরীক্ষা করে সঠিক পাওয়া যায়।

বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।